আগামীকাল পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

কলকাতা, ১৮ এপ্রিলঃ পঞ্চায়েত মামলার নিষ্পত্তি আজও হল না কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। বৃহস্পতিবার পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। আগামীকাল সকাল সাড়ে ১০টায় ফের হাইকোর্টে শুনানি।

বুধবার পঞ্চায়েত মামলার শুনানির শুরুতেই বিচারপতি সুব্রত তালুকদার জানান, দ্রুত মামলার নিষ্পত্তির জন্য সওয়াল-জবাবের সময় কমানো হোক। শুধুমাত্র আইনি যুক্তির মধ্যেই সওয়াল সীমাবদ্ধ রাখতে হবে। এছাড়া, অন্য রাজনৈতিক দলগুলি হলফনামা বিনিময় করতে পারবে না বলেও জানিয়ে দেন বিচারপতি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qIm8SR

April 18, 2018 at 09:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top