রিয়াদ, ১৮ এপ্রিল- সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই সহোদরসহ চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে প্রাথমিক তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। বুধবার বিকেলে তাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়। পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন নিহতর। প্রতিদিনের মতো মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে খাবার রান্না ও খাওয়া শেষে একই কক্ষে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশি তরুণের মৃত্যু সাতজনের মধ্যে চৌদ্দগ্রামের চারজন ছাড়া নোয়াখালীর দুইজন ও ফেনীর একজন রয়েছেন বলে জানা গেছে। এদিকে সন্তানের মৃত্যুর খবর শুনে দুপুর থেকেই তাদের মা-বাবা ও আত্মীয়-স্বজনদের কান্না, আহাজারিতে আশপাশের এলাকার বাতাস ভারি হয়ে উঠে। তথ্যসূত্র: গো নিউজ২৪ এআর/২০:০৭/১৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J1UfwH
April 19, 2018 at 02:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top