ফের নেপালের রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, প্রাণে বাঁচলেন ১৩৯ যাত্রী

কাঠমান্ডু, ২০ এপ্রিলঃ ফের একই আতঙ্ক ফিরল নেপালের ত্রিভূবন বিমানবন্দরে। আবারও রানওয়ে থেকে ছিটকে গেল বিমান। প্রাণে বেঁচে গেলেন ১৩৯ জন যাত্রী।

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ টেক-অফ করার সময় কাঠমান্ডু থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার একটি বিমান রানওয়ে থেকে ছিটকে যায়। চাকা আটকে যায় কাদা-মাটিতে। যার জেরে কোনওমতে রক্ষা পান বিমানে থাকা ১৩৯ জন যাত্রী।

বোয়িং ৭৩৭-৯০০ বিমানটিতে চার ক্রু সদস্য সহ ১৩৯ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, টেক-অফ করার ঠিক আগের মুহূর্তে ককপিটের মধ্যে কোনও সন্দেহজনক বস্তু নজরে আসায় উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেন পাইলট। এই ঘটনার জেরে প্রায় ১২ঘণ্টা সব বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়। বহু আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হয়। শুক্রবার দুপুর থেকে ফের বিমান চলাচল স্বাভাবিক হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HFpSiM

April 20, 2018 at 05:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top