ব্লাডব্যাংকের কর্মীদের মারধরের অভিযোগ, কালো ব্যাচ পরে কাজে যোগদান

রায়গঞ্জ, ২০ এপ্রিলঃ বৃহস্পতিবার রাত থেকে এদিন প্রায় বেলা ১২টা অবধি বন্ধ থাকলো রায়গঞ্জ ব্লাডব্যাংক। যার জেরে সকাল থেকেই সমস্যায় পড়ছিলেন রোগীর আত্মীয়রা। অভিযোগ, ব্লাডব্যাংকের কর্মীরা নাকি কর্মবিরতি পালন করছে। সংবাদমাধ্যম হাজির হতেই নড়েচড়ে বসে হাসপাতাল কতৃপক্ষ। কাজ চালু হয় ব্লাডব্যাংকে। তবে কর্মীরা কালো ব্যাচ পরে কাজ শুরু করেন। দীপঙ্কর পাল নামে রোগীর এক আত্মীয় অভিযোগ করেন, ‘ব্লাডব্যাঙ্কে সকাল থেকে ঘুরে হণ্যে হয়ে যাচ্ছি কিন্তু কেউ কোনো কথা শুনছেন না। কর্মীরা কর্মবিরতি পালন করছে। কিভাবে একটা এমার্জেন্সি কাজের যায়গায় এভাবে কর্মবিরতি পালন করা হয়?’ হাসপাতাল সুপার অবশ্য ব্লাডব্যাংক বন্ধ থাকার কথা অস্বীকার করেন। সুপার ডাঃ গৌতম মন্ডল জানান, ‘গত রাতে আমাদের ব্লাডব্যাংকের কর্মীদের মারধোর করা হয়। তার প্রতিবাদে তাঁরা কালো ব্যাচ পরে কাজ করছেন। আমরা আমাদের কর্মীদের মারধর করার ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, ‘গভীর রাতে ব্লাডব্যাঙ্কের কর্মীদের মারধোর করার জন্য রায়গঞ্জ পুরসভার ২৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ সাহার নামে লিখিত অভিযোগ করেছে হাসপাতাল কতৃপক্ষ। অভিজিৎবাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি মারধর করার অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ করেন, গতরাতে হাসপাতালে ইটাহার থানার সুরুন থেকে আসা রোগীর জন্য রক্তের প্রয়োজনে ব্লাডব্যাংকে গিয়েছিল গ্রামের কিছু গরীব মানুষ। ব্লাডব্যাংকের কর্মীরা তাঁদের কাছে দুই হাজার টাকা দাবী করে। সেই বিষয়ে আমার সঙ্গে ব্লাডব্যাংকের কর্মীদের কথা কাটাকাটি হয়।’ তিনি আরও জানান, ‘ব্লাডব্যাংকের দালাল চক্র কাজ করছে আমিও ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করব।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JaSKw5

April 20, 2018 at 05:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top