যোধপুর, ৭ এপ্রিলঃ শনিবারই হতে পারে সলমনের জামিনের আবেদনের রায় ঘোষণা। জানা গিয়েছে, বিচারক রবীন্দ্র কুমার জোশীকে গতকাল বদলি করে দেওয়া হলেও এই মামলার রায় দিতে ইতিমধ্যেই আদালত পৌঁছে গিয়েছেন তিনি। যে কোনও মুহূর্তে শুনানির অন্তিম পর্ব শুরু হতে পারে।
যোধপুর সেন্ট্রাল জেলে পরপর দুই রাত কাটাতে হয়েছে সলমন খানকে। এদিন তাঁর জামিনের আবেদনের রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও গতকালই বদলি হয়ে গিয়েছে সংশ্লিষ্ট বিচারক। ফলে যতদিন না নতুন বিচারক কাজ বুঝে নিচ্ছেন, ততদিন জেলেই কাটাতে হবে তাঁকে।
জোশীর জায়গায় আসতে চলেছেন বিচারক চন্দ্র কুমার সোনাগরা। কিন্তু তিনি আজই কাজে যোগ দেবেন কিনা পরিষ্কার নয়। আর বিচারক না থাকলে নতুন সপ্তাহের প্রথম দিন না আসা পর্যন্ত সাল্লুভাইকে জেলেই কাটাতে হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uU4rVJ
April 07, 2018 at 11:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন