সেনার রোষে পাকিস্তানে বন্ধ জিও টিভির সম্প্রচার

ইসলামাবাদ, ৬ এপ্রিলঃ পাকিস্তানে বন্ধ হয়ে গিয়েছে জিও টিভির সম্প্রচার। অভিযোগ সেনাবাহিনী ও আইএসআই-এর বিরুদ্ধে খবর প্রচারের জেরেই দেশজুড়ে জিও’র সম্প্রচার বন্ধ করা হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানের সংবাদমাধ্যম। সম্প্রদায় বন্ধের দায় অস্বীকার করেছে পাক সরকার। সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রী এহসান ইকবাল জানিয়েছেন, সরকারের তরফে জিও টিভির সম্প্রচার বন্ধ করতে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। যদিও জিও-র দাবি, পাকিস্তানের সব রাজ্যেই তাদের সম্প্রচার বন্ধ করা হয়েছে। জিও’র ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাকিস্তানের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে নাগরিকদের তথ্য জানার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মিডিয়া নিয়ন্ত্রক সংস্থার (পিমরা) অনুমোদিত কোনো সংবাদ সংস্থার সম্প্রচার বন্ধ করা আইনবিরুদ্ধ।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H2jilK

April 07, 2018 at 12:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top