‘ভুয়ো খবর’ ছড়ালে স্বীকৃতি হারাবেন সাংবাদিকরা

নয়াদিল্লি, ৩ এপ্রিলঃ ‘ভুয়ো খবর’ ছড়ালে এবং তা ধরা পড়লে বাতিল হয়ে যাবে সেই সাংবাদিকের স্বীকৃতি বা অ্যাক্রেডিটেশন কার্ড। এমনই হুঁশিয়ারা দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

প্রচুর সংবাদপত্র, সংবাদ চ্যানেল ও ওয়েবসাইট বাজারে চলে আসায় জাল খবর প্রচারের আশঙ্কা থেকেই যাচ্ছে। সংবাদমাধ্যমের দায়বদ্ধতা নিয়ে অনেক ক্ষেত্রে সাংবাদিকরাই প্রশ্ন তুলেছেন। ভুয়ো খবর যদি কাগজে হয়, সেক্ষেত্রে অভিযোগের সত্যতা যাচাই করবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। টিভি চ্যানেলগুলোর ক্ষেত্রে এই দায়িত্ব নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের। ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে কাউন্সিলকে।

ভুয়ো খবর করার জন্য প্রথমবার দোষী প্রমাণিত হলে, সেই সাংবাদিকের ৬ মাসের জন্য প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হবে। দ্বিতীয়বার একই দোষে দোষী হলে, এক বছরের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হবে। তৃতীয়বার একই ভুল করলে, বরাবরের জন্য ওই সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হবে। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী স্মৃতি ইরানি।

বিষয়টি আলোচনা করতে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। অনেকেই অভিযোগ করেছেন, এই পদক্ষেপে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্র।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GtVDeT

April 03, 2018 at 03:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top