চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহীগামী একটি ট্রেন থেকে মঙ্গলবার এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ট্রেন থেকে একই সময় অচেতন অবস্থায় অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়া অপর একযাত্রীকে উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেলওয়ে পুলিশের এসআই দুরুল হোদা জানান, সকালে ট্রেনের যাত্রীদের দেয়া খবরের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার কাছে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে তার পরিচয় জানতে পারে পুলিশ। মৃত ওই ব্যক্তির হচ্ছেন রাজশাহীর আড়ানী হামিদকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে বাবলু (৫০)। তিনি হলুদের ব্যবসা করতেন।
এসআই দুরুল হোদা আরো জানান, ওই ট্রেন থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর রাহগ্রামের তাজুল ইসলামের ছেলে সেলিমকে উদ্ধার করা হয়। এ থেকে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েই মারা যেতে পারেন বাবলু। তার মরদেহ রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ট্রেনে অচেতন অবস্থায় উদ্ধার সেলিমকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৪-১৮
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেলওয়ে পুলিশের এসআই দুরুল হোদা জানান, সকালে ট্রেনের যাত্রীদের দেয়া খবরের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার কাছে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে তার পরিচয় জানতে পারে পুলিশ। মৃত ওই ব্যক্তির হচ্ছেন রাজশাহীর আড়ানী হামিদকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে বাবলু (৫০)। তিনি হলুদের ব্যবসা করতেন।
এসআই দুরুল হোদা আরো জানান, ওই ট্রেন থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর রাহগ্রামের তাজুল ইসলামের ছেলে সেলিমকে উদ্ধার করা হয়। এ থেকে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েই মারা যেতে পারেন বাবলু। তার মরদেহ রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ট্রেনে অচেতন অবস্থায় উদ্ধার সেলিমকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৪-১৮
from Chapainawabganjnews https://ift.tt/2q2T2gF
April 03, 2018 at 03:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন