১.৮৬ লক্ষ বুলেট প্রুফ জ্যাকেট পাচ্ছে  ভারতীয় সেনা

নয়াদিল্লি, ১০ এপ্রিলঃ ভারতীয় সেনাবাহিনী হাতে আসছে উন্নত মানের বুলেটপ্রুফ জ্যাকেট। ওই জ্যাকেট কেনার ব্যাপারে ৬৪০ কোটি টাকার চুক্তি করেছে প্রতিরক্ষামন্ত্রক। মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ১ লক্ষ ৮৬ হাজারের বেশি বুলেটপ্রুফ জ্যাকেটের গুণগতমান যাচাইয়ের পরই চুক্তি করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া পলিসির আওতায় ওই বুলেটপ্রুফ জ্যাকেট সরবরাহের দায়িত্ব পেয়েছে দেশীয় প্রতিরক্ষা সামগ্রী নির্মাণ সংস্থা এসএমপিপি প্রাইভেট লিমিটেড।

সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, বুলেটপ্রুফ জ্যাকেট গুলিতে থাকবে মডিউলার যন্ত্রাংশ যা দীর্ঘ রাস্তায় টহলদারি থেকে শুরু করে প্রবল ঝুঁকিপূর্ণ এলাকায় অপারেশন চালানোর সময় জওয়ানদের সুরক্ষা দেবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HrMgcy

April 10, 2018 at 11:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top