র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা শিবগঞ্জ উপজেলাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক, অস্ত্র, জঙ্গি সহ সব ধররেন অবৈধ ব্যবসা জিরো টলারেন্স নামিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে বিভিন্ন ধরনের অবৈধ্য ব্যবসায়ীদের মাঝে নেমে এসেছে আতঙ্কের ছায়অ। অনেকেই দিয়েছে গা ঢাকা আবার অনেকেই অন্ধকার জগত থেকে আলোর পথে ফিরে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
গত ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরেরে মার্চ মাস পর্যন্ত র্যাবের সাড়ে ৩’শ টি অভিযানে বিপুল পরিমান অস্ত্র, জাল রুপি/টাকা, মাদক সহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক ও ব্যবসায় জড়িত ৩ শতাধিক আসামী আটক করে ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছে র্যাবÑ৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যম্প শাখার সদস্যরা।
র্যাবের দেয়া তথ্য অনুসারে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারি হতে নভেম্বর মাস পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের মধ্যে ৩৫টি পিস্তল, ওয়ান শুটার গান ৫টি, গোলাবারু ১’শ ৬৯ রাউন্ড, ম্যাগজিন ৬০টি, ককটেল ১২টি, বিস্ফোরক দ্রব্য ২০ কেজি ১’শ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে।
মাদকের েেত্র হেরোইন ৮কেজি ৭৭৮গ্রাম, ফেনসিডিল ৩ হাজার ৫৭৮বোতল, গাঁজা ৪৪কেজি ২৬৫গ্রাম, ইয়াবা টাবেলেট ৫হাজার ১৬ পিস, দেশীয় তৈরী চোলাই মদ ৩৫৮লিটার ৪’শ গ্রাম ও বিদেশী মদ ৪০ বোতল উদ্ধার করেছে।
এছাড়াও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ৩২২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে জঙ্গি ৬জন, অস্ত্রধারী সন্ত্রাসী ২৮জন, অপহরণকারী/মানব পাচারকারী ১জন, গোলাবারুদ/বিস্ফোকের সাথে জড়িত ৪জন, মাদক ব্যবসায়ী ১৩৬জন, চোরাকারবারী ৭জন, ভেজাল ব্যবসায়ী /ভিওআইপি/গাড়ি চুরি/অশ্লীল ১৯০জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী (৫বছরের নীচে) ১৩জন, ওয়ারেন্টভুক্ত/এজাহার নামীয় অসামী ৮৬জন, অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত চোর/অন্যান্য ৬জন, নাশকতাকারী ৬জন, জাল রুপির সাথে জড়িত ২জন, প্রতারক বা দালাল চক্রের ৮জনকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত দ্রব্য/ব্যক্তি হল- অপহৃত ভিকটিম ১জন, ট্রাক ২টি, মিশুক অটো, মোটরসাইকল ৩৪টি, চোরাই মোটরসাইকেল ৬টি, মোটর সাইকেল চেকপোষ্ট ৫৫টি, বাইসাইকেল/ভ্যান ৪টি, চোরাচালানকৃত মোবাইল সেট ১৬৩টি, সিমকার্ড ১০৫টি, চোরাচালানকৃত ডিস লাইনের সরঞ্জামাদি ২৭টি, ল্যাপটপ/ মনিটর/সিপিইড ১৮টি, কী বোর্ড/মাউস ১৮টি, কম্পিউটারের হার্ড ডিস্ক ১৯টি, নগদ টাকা/ অন্যান্য দেশীয় মুদ্রা ৯১,১৬০ টাকা, ভারতীয় জাল রুপী ৭লাখ ৩০হাজার, ভারতীয় রুপী ২লাখ, ১০টাকার জাল স্ট্যাম্প ৩ হাজার ৫৮৫টি, ২০টাকার জাল স্ট্যাম্প ১ হাজার ৭৮০টি, ১’শ টাকার জাল স্ট্যাম্প ২৫টি, নেশা জাতীয় ট্যাবলেট/ইনজেকশন ৮২৬পিছ,
চোরচালানকৃত ভারতীয় শাড়ী থ্রি পিছ/ ফ্রক/ লেহাঙ্গা ১১৩পিছ, চাপাতী/রামদা সহ দেশীয় অস্ত্র ৯টি, খেলনা পিস্তুল ৬টি, জিহাদী বই ৭টি, রেলওয়ে চোরাই ডিজেল ৬৭০লিটার, মেয়াদ উত্তীর্ণ রক্ত পরীার কীট ১৫টি, মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের স্যাম্পল ঔষধ ৫০হাজার পিচ, ভেঁজাল নারিকেল তেল ৫৫০লিটার, নারিকেল তৈল তৈরীর রাসায়নিক পদার্থ ১০লিটার, ভেজাল দ্রব্য তৈরীর পাউডার ২’শ কেজি, ভেঁজাল জর্দ্দা ২ হাজার পিচ, ভেজাল জর্দ্দা তৈরীর দ্রব্য ৯’শ কেজি, প্লাস্টিক পলিথিন ব্যাগ ১’শ কেজি, প্লাস্টিকের বস্তা ১০হাজার ১৪টি, হেরোইন পরিমাপের নিক্তি ২টি ও ফেনসিডিল পরিবহনের বান্ডুলিয়ার ২টি উদ্ধার করা হয়েছে।
এছাড়াও র্যাবের ৩৪টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬৭জন আসামীর নিকট হতে ২২লাখ ৭৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত ডিসেম্বর/২০১৭ হতে মার্চ/১৮ পর্যন্ত আগ্নেয়াস্ত্রের েেত্র ২২টি বিদেশী পিস্তুল, ১টি রিভেলবার, বিভিন্ন অস্ত্রের ম্যাগজিন ৩৮টি, ১১০রাউন্ড গুলি, ইম্প্র্রাভাইসভ ২১টি, বিস্ফোরক দ্রব্য গান পাউডার ১কেজি উদ্ধার হয়েছে।
মাদকের েেত্র ৪ হাজার ৮৪০কেজি হেরোইন, ৭হাজার ৪৪ বোতল ফেনসিডিল, ৬.৫ কেজি গাঁজা, ইয়াবা ট্যাবলেট ২৮ হাজার ২৪৯ পিচ, বিদেশী মদ ১৩৩বোতল, ইনজেক্শন (কাঁচের এ্যাম্পল) ৫’শ টি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের েেত্র জঙ্গি ৬ জন, অস্ত্রধারী সন্ত্রাসী ৯জন, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যসহ ১জন, মাদক ব্যবসায়ী ৯৩জন, সাজাপ্রাপ্ত আসামী ৮জন, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার ব্যাপারে ৩জন, জাল রূপি সংক্রান্ত ব্যাপারে ২জন, প্রতারক ও দালাল চক্র থেকে ১২২জনকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ২টি অভিযানে ৫২জন আসামীকে সাজা দেওয়া হয়েছে এবং ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এব্যাপারে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার স্ক্রয়াডন লিডার সাইদ আল মুরাদ জানান, জনগনকে সাথে করে আমাদের প্রতিটি সুষ্ঠু অভিযানে এ অর্জন। আগামীতেও জনগনকে সাথে নিয়েই আমরা মাদক মুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো সেই সাথে চোরাকারবারীদের নির্মুল করতে আমাদের অভিযান অব্যহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ১০-০৪-১৮
গত ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরেরে মার্চ মাস পর্যন্ত র্যাবের সাড়ে ৩’শ টি অভিযানে বিপুল পরিমান অস্ত্র, জাল রুপি/টাকা, মাদক সহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক ও ব্যবসায় জড়িত ৩ শতাধিক আসামী আটক করে ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছে র্যাবÑ৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যম্প শাখার সদস্যরা।
র্যাবের দেয়া তথ্য অনুসারে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারি হতে নভেম্বর মাস পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের মধ্যে ৩৫টি পিস্তল, ওয়ান শুটার গান ৫টি, গোলাবারু ১’শ ৬৯ রাউন্ড, ম্যাগজিন ৬০টি, ককটেল ১২টি, বিস্ফোরক দ্রব্য ২০ কেজি ১’শ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে।
মাদকের েেত্র হেরোইন ৮কেজি ৭৭৮গ্রাম, ফেনসিডিল ৩ হাজার ৫৭৮বোতল, গাঁজা ৪৪কেজি ২৬৫গ্রাম, ইয়াবা টাবেলেট ৫হাজার ১৬ পিস, দেশীয় তৈরী চোলাই মদ ৩৫৮লিটার ৪’শ গ্রাম ও বিদেশী মদ ৪০ বোতল উদ্ধার করেছে।
এছাড়াও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ৩২২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে জঙ্গি ৬জন, অস্ত্রধারী সন্ত্রাসী ২৮জন, অপহরণকারী/মানব পাচারকারী ১জন, গোলাবারুদ/বিস্ফোকের সাথে জড়িত ৪জন, মাদক ব্যবসায়ী ১৩৬জন, চোরাকারবারী ৭জন, ভেজাল ব্যবসায়ী /ভিওআইপি/গাড়ি চুরি/অশ্লীল ১৯০জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী (৫বছরের নীচে) ১৩জন, ওয়ারেন্টভুক্ত/এজাহার নামীয় অসামী ৮৬জন, অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত চোর/অন্যান্য ৬জন, নাশকতাকারী ৬জন, জাল রুপির সাথে জড়িত ২জন, প্রতারক বা দালাল চক্রের ৮জনকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত দ্রব্য/ব্যক্তি হল- অপহৃত ভিকটিম ১জন, ট্রাক ২টি, মিশুক অটো, মোটরসাইকল ৩৪টি, চোরাই মোটরসাইকেল ৬টি, মোটর সাইকেল চেকপোষ্ট ৫৫টি, বাইসাইকেল/ভ্যান ৪টি, চোরাচালানকৃত মোবাইল সেট ১৬৩টি, সিমকার্ড ১০৫টি, চোরাচালানকৃত ডিস লাইনের সরঞ্জামাদি ২৭টি, ল্যাপটপ/ মনিটর/সিপিইড ১৮টি, কী বোর্ড/মাউস ১৮টি, কম্পিউটারের হার্ড ডিস্ক ১৯টি, নগদ টাকা/ অন্যান্য দেশীয় মুদ্রা ৯১,১৬০ টাকা, ভারতীয় জাল রুপী ৭লাখ ৩০হাজার, ভারতীয় রুপী ২লাখ, ১০টাকার জাল স্ট্যাম্প ৩ হাজার ৫৮৫টি, ২০টাকার জাল স্ট্যাম্প ১ হাজার ৭৮০টি, ১’শ টাকার জাল স্ট্যাম্প ২৫টি, নেশা জাতীয় ট্যাবলেট/ইনজেকশন ৮২৬পিছ,
চোরচালানকৃত ভারতীয় শাড়ী থ্রি পিছ/ ফ্রক/ লেহাঙ্গা ১১৩পিছ, চাপাতী/রামদা সহ দেশীয় অস্ত্র ৯টি, খেলনা পিস্তুল ৬টি, জিহাদী বই ৭টি, রেলওয়ে চোরাই ডিজেল ৬৭০লিটার, মেয়াদ উত্তীর্ণ রক্ত পরীার কীট ১৫টি, মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের স্যাম্পল ঔষধ ৫০হাজার পিচ, ভেঁজাল নারিকেল তেল ৫৫০লিটার, নারিকেল তৈল তৈরীর রাসায়নিক পদার্থ ১০লিটার, ভেজাল দ্রব্য তৈরীর পাউডার ২’শ কেজি, ভেঁজাল জর্দ্দা ২ হাজার পিচ, ভেজাল জর্দ্দা তৈরীর দ্রব্য ৯’শ কেজি, প্লাস্টিক পলিথিন ব্যাগ ১’শ কেজি, প্লাস্টিকের বস্তা ১০হাজার ১৪টি, হেরোইন পরিমাপের নিক্তি ২টি ও ফেনসিডিল পরিবহনের বান্ডুলিয়ার ২টি উদ্ধার করা হয়েছে।
এছাড়াও র্যাবের ৩৪টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬৭জন আসামীর নিকট হতে ২২লাখ ৭৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত ডিসেম্বর/২০১৭ হতে মার্চ/১৮ পর্যন্ত আগ্নেয়াস্ত্রের েেত্র ২২টি বিদেশী পিস্তুল, ১টি রিভেলবার, বিভিন্ন অস্ত্রের ম্যাগজিন ৩৮টি, ১১০রাউন্ড গুলি, ইম্প্র্রাভাইসভ ২১টি, বিস্ফোরক দ্রব্য গান পাউডার ১কেজি উদ্ধার হয়েছে।
মাদকের েেত্র ৪ হাজার ৮৪০কেজি হেরোইন, ৭হাজার ৪৪ বোতল ফেনসিডিল, ৬.৫ কেজি গাঁজা, ইয়াবা ট্যাবলেট ২৮ হাজার ২৪৯ পিচ, বিদেশী মদ ১৩৩বোতল, ইনজেক্শন (কাঁচের এ্যাম্পল) ৫’শ টি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের েেত্র জঙ্গি ৬ জন, অস্ত্রধারী সন্ত্রাসী ৯জন, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যসহ ১জন, মাদক ব্যবসায়ী ৯৩জন, সাজাপ্রাপ্ত আসামী ৮জন, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার ব্যাপারে ৩জন, জাল রূপি সংক্রান্ত ব্যাপারে ২জন, প্রতারক ও দালাল চক্র থেকে ১২২জনকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ২টি অভিযানে ৫২জন আসামীকে সাজা দেওয়া হয়েছে এবং ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এব্যাপারে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার স্ক্রয়াডন লিডার সাইদ আল মুরাদ জানান, জনগনকে সাথে করে আমাদের প্রতিটি সুষ্ঠু অভিযানে এ অর্জন। আগামীতেও জনগনকে সাথে নিয়েই আমরা মাদক মুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো সেই সাথে চোরাকারবারীদের নির্মুল করতে আমাদের অভিযান অব্যহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ১০-০৪-১৮
from Chapainawabganjnews https://ift.tt/2GQAoE0
April 10, 2018 at 07:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন