কলকাতা, ২০ এপ্রিল- বিজেপির হয়ে প্রচারে বাংলায় আসছেন অসীমানন্দ। মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় সম্প্রতি বেকসুর খালাস পেয়েছেন তিনি। তবে বিতর্কমুক্ত হতে পারেননি। এহেন অসীমানন্দ তথা নবকুমার সরকারকে এনে পরিবর্তনের ধ্বজা তুলে ধরতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যে তিনি অসীমানন্দের সঙ্গে একপ্রস্থ কথাও বলেছেন। শুক্রবার দিলীপ ঘোষ বর্ধমানে বলেন, বাংলায় রাজনৈতিক পরিবর্তন আনতে বড় ভূমিকা নেবেন অসীমানন্দ। তিনি আদিবাসী মানুষকে নিয়ে এক সময়ে অনেক কাজ করেছেন। তাঁর সঙ্গে তৃণমূল স্তরের মানুষের যোগাযোগ ছিল। তিনি যেহেতু রাজনীতির লোক নন, তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন। বোঝাবেন কেন পরিবর্তন দরকার এই বাংলায়। সোমবার মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় অসীমানন্দকে বেকসুর খালাস করে এনআইএ আদালত। তার চারদিনের মধ্যেই বঙ্গ বিজেপি হিন্দুত্বের তাস ফেললেন অসীমানন্দকে বাংলায় প্রচারে আনার কথা বলে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অসীমানন্দ নিজে বাংলায় প্রচার চালানোর প্রস্তাব দিয়েছেন। তিনি বাংলায় কাজ করতে চান। বাংলার পরিবর্তনে বড় ভূমিকা নেবেন তিনি। তাঁর সঙ্গে ইতিমধ্যে কথাও হয়েছে। আরও পড়ুন:সবুজ হল হাওড়া স্টেশন! নববর্ষে পয়লা নম্বরের মর্যাদায় মুকুটে নয়া পালক কিন্তু সদ্য বেকসুর খালাস হয়ে কাজের জন্য বাংলাকেই কেন বেছে নিলেন অসীমানন্দ? দিলীপ ঘোষ বলেন, প্রথমত বাংলার মানুষ অসীমানন্দ। হুগলির কামারপুকুরের বাসিন্দা তিনি। এই রাজ্যের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। এই রাজ্যে তিনি আদিবাসীদের নিয়ে অনেক কাজ করেছেন আগে। এবার পরিবর্তনের যুদ্ধে সামিল হতে চান। তাঁকে কাজে লাগিয়ে বাংলায় পরিবর্তন হাসিল করতে চাইছেন দিলীপ ঘোষরা। বিজেপি রাজ্য সভাপতির এই সিদ্ধান্তে অনেকটাই পরিষ্কার যে, বঙ্গ বিজেপি রাজ্য দখলে কট্টর হিন্দুত্বের পথে হাঁটতে চলেছে। রামনবমী-সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বাংলার মানুষ যেভাবে রাস্তায় নামছে, তাকেই ঢাল বানাতে চাইছে বিজেপি। আর সেই লক্ষ্যে অসীমানন্দকে আনা বিজেপির একটা মস্তবড় চাল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে বিস্ফোরণ-সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত অসীমানন্দকে দিয়ে জনমানসে কতটা প্রভাব ফেলতে পারবে বিজেপি, তা নিয়ে সন্দেহ রয়েই যায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/১০:১৪/২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JdlmVB
April 21, 2018 at 04:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top