কলকাতা, ২১ এপ্রিল- কলকাতার বাংলা সিরিয়াল বা সিনেমার গুণমান নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সিরিয়ালের কুপ্রভাবে বিভিন্ন পরিবারে অশান্তি কিংবা আত্মহত্যার খবরও বিভিন্ন সময়ে গণমাধ্যমে লক্ষ্য করা যায়।বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন বা বুদ্ধিজীবীরা একাধিকবার সরব হলেও কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু এবার বাংলা ধারাবাহিকের কনটেন্ট নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, সিরিয়াল বা সিনেমার কারনে সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছে পরিবারগুলি, কমছে মূল্যবোধ। শুক্রবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের কেবল অপারেটর ও মাল্টিপাল সিস্টেম অপারেটর (এমএসও)-দের সম্মেলনে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গ রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, যুব ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, শ্রম মন্ত্রী মলয় ঘটক, রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থ, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারসহ টালিগঞ্জের একঝাঁক শিল্পী, পরিচালক ও প্রযোজকদের সামনেই মুখ্যমন্ত্রী বলেন সিরিয়াল বা সিনেমার মধ্যে দিয়ে আমরা খুব খারাপ টেকনিক দেখিয়ে দেই। জানেন তো ভালো জিনিসটা লোকে খুব কম গ্রহণ করে। খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে। খারাপ জিনিসটা তাড়াতাড়ি মাথায় ঢুকে যায়। আমরা চেষ্টা করবো খারাপ জিনিসটা আমরা করবো না। আরও পড়ুন:বাংলায় পরিবর্তন আনতে কট্টর হিন্দুত্বের তাস দিলীপের! প্রচারে বিতর্কিত অসীমানন্দও প্রযোজকদের উদ্যেশ্যে মমতার পরামর্শ, ভাল জিনিস অনেক আছে। সামাজিক স্টোরি বেশি করে করুন। মুখ্যমন্ত্রীর বক্তব্য একটা ঘরে তিনটা বউ দেখানোর দরকারটা কি? কি দরকার একটা ঘরে তিনটি কুটুন্তি দেখানোর? আমি দেখেছি যে সিরিয়ালগুলিতে একটা ছেলের বাবা নেই, বাবার কোন পরিচয় নেই, এটা একটা ফেনোমেনন। দ্বিতীয় তিনটা-চারটা বউ। তৃতীয়ত তিনটা চারটা মিলে কুটুন্তি করছে। ফলে এ ওকে বিষ খাইয়ে দিচ্ছে, ওর পানিতে ওষুধ মিশিয়ে দিচ্ছে। এগুলো থেকে সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। সামাজিক অবক্ষয় হচ্ছে। এগুলো বেশি দেখাবেন না। সিরিয়াল-সিনেমার পাশাপাশি এদিন ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুয়া নিউজ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজকাল ইউটিউবে যেসব জিনিস দেখানো হচ্ছে, তা আগেকার মানুষ দেখলে আঁতকে উঠতো। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K2W5yJ
April 21, 2018 at 01:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top