মুম্বাই, ০৮ এপ্রিল- আইপিএলের এগারোতম আসরের প্রথম ম্যাচে শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নির্বাসন কাটিয়ে ফেরা ধোনির চেন্নাই এক উইকেটে হারিয়েছে মুম্বাইকে। ৩০ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে চেন্নাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্র্যাভো। আর এই তারকাকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি অধিনায়ক ধোনি। ম্যাচ শেষে ধোনি বলেন, যেভাবে ব্র্যাভো ব্যাট করেছে দারুণ। ওকে দায়িত্ব নিয়ে খেলতে দেখে সত্যি ভালো লাগছে। আমরা আরও ভালো ব্যাট করতে পারতাম। তবে এই মুহূর্তে ম্যাচের পজিটিভ দিকগুলোকেই গুরুত্ব দেবো আমি। এদিন ৩০ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংসে ধোনিদের নিশ্চিত হারতে বসা ম্যাচকে জয়ে বদলে দেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ৭টি ছয়, ৩টি চারের সঙ্গে ৩০ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচ জেতার দোরগোড়ায় নিয়ে আসেন ক্যারিবিয়ান ক্রিকেটার। আরও পড়ুন:মোস্তাফিজের মুম্বাইকে একাই হারালেন ব্রাভো উল্লেখ্য, ২০১১ থেকে ২০১৫ এই পাঁচ বছর চেন্নাই সুপার কিংসে ধোনির সতীর্থ ছিলেন ব্র্যাভো। ২০১৩ এবং ২০১৫ সালে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়ে বেগুনি টুপি জিতেছিলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। ২০১৫ সালে বেটিংয়ে জড়িয়ে চেন্নাই সুপার কিংস দলটি আইপিএল থেকে নির্বাসিত হলে গুজরাট লায়ন্সের হয়ে খেলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। ২০১৮ সালে আইপিএলে কাম ব্যাক করে ৬.৪০ কোটি টাকার বিনিময়ে ব্র্যাভোকে নিজেদের স্কোয়াডে ধরে রাখে চেন্নাই সুপার কিংস। সূত্র: বিডি প্রতিদিন এমএ/ ১১:৩৩/ ০৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qd1bjr
April 08, 2018 at 05:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন