মুম্বাই, ০৮ এপ্রিল- পরাজয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু করেছে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার ১৭ ওভার পর্যন্ত ম্যাচ নিজেদের দখলে রেখেও শেষ তিন ওভারে ব্রাভোর দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে হেরে যায় মুম্বাই। তবে ম্যাচ শেষে মোস্তাফিজদের পাশেই দাড়ালেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। শনিবার ম্যাচের শেষ ওভারের দায়িত্ব দেয়া হয় মোস্তাফিজকে। তখন চেন্নাইয়ের ৬ বলে ৭ রানের দরকার ছিলো। বল করতে এসে মোস্তাফিজ প্রথম তিন বল ডট দিলেও চতুর্থ বলে ছয় দিয়ে বসেন। আর মোস্তাফিজের করা পঞ্চম বলে চার মেরে এক নাটকীয় জয় তুলেন নেন চেন্নাইয়ের ব্যাটসম্যান যাদব। ম্যাচ শেষে মোস্তাফিজদের পাশে দাঁড়িয়ে রোহিত বলেন,এখন সত্যিই অনেক খারাপ লাগছে। তবে ব্রাভোকে আমাদের কৃতিত্ব দিতে হবে। ইয়র্কার দিতে চেষ্টা করেছি আমরা। কিন্তু বোলাররা তা পারেনি। সামনের ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে। ম্যাচের ১৭ ওভার পর্যন্ত খেলা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। যাই হোক, এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম। শিশির পড়ার পর থেকেই মোস্তাফিজদের জন্য বল করা অনেক কঠিন ছিল। আরও পড়ুন:জয়ের নায়ক ব্র্যাভোকে নিয়ে যা বললেন ধোনি এইদিকে দুই বছর পর আইপিএলে ফিরেই চেন্নাই তুলে নিল এক দুর্দান্ত জয়। ম্যাচ শেষে চেন্নাই অধিনায়ক ধোনি বলেন, চেন্নাই-মুম্বাই এমন ম্যাচ সবাই দেখতে চায়। আমরা দুই বছর পর আবারও ফিরলাম। ব্রাভো যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে তা দেখতে সত্যিই দারুণ ছিল। আমরা আরও ভালো ব্যাট করতে পারতাম। ম্যাচ থেকে আমাদের ইতিবাচকটাই গ্রহণ করতে হবে। চেন্নাইয়ের জয়ের নায়ক ব্রাভো জানান, জয়টা ছিল অসাধারণ। আমরা এই জয় চেন্নাই ভক্তদের উৎসর্গ করছি। তারা আমার প্রতি বিশ্বাস দেখিয়েছে। আমি প্রথম দিকে আসায় ব্যাটিংয়ের সেরা সুযোগ পেয়েছিলাম। আমি দলকে জেতাতে পেরে অনেক আনন্দিত। সূত্র: ঢাকাটাইমস২৪ এমএ/ ১১:৪৪/ ০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EtTSZ3
April 08, 2018 at 05:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top