ঢাকা, ২৬ এপ্রিল- ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। এই প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ২ জুন ওভালের ম্যাচ দিয়ে টাইগাররা মাঠে নামবে ক্রিকেটের সবচেয়ে বড় আসরে। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইংল্যান্ডের আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। কলকাতায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার বোর্ড সভার শেষ দিনে সূচি চূড়ান্ত হয়েছে। বুধবার ক্রিকেট বিষয়ক ওয়েসবাইট ক্রিকইনফো যে সূচি প্রকাশ করেছিল বাংলাদেশের, সেটাই চূড়ান্ত হয়েছে। অর্থাৎ, আইসিসির সিইসি (চিফ এক্সিকিউটিভ কমিটি) অনুমোদিত সূচিই চূড়ান্ত হয়েছে আইসিসির বোর্ড সভায়। প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর পর ৫ জুন ওই ওভালেই দ্বিতীয় ম্যাচে টাইগাররা মাঠে নামবে নিউজিল্যান্ডের। রবিন রাউন্ডে বাংলাদেশের এই ম্যাচটিই শুধু দিবারাত্রির। এরপর মাশরাফিরা মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ডের, কার্ডিফের ম্যাচটি ৮ জুন। দুই দিন পর ১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর লম্বা বিরতি দিয়ে ১৭ জুন বাংলাদেশ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টন্টনের ওই ম্যাচের পর ২০ জুন নটিংহামে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। আর রবিন রাউন্ডের শেষ দুটি ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। ২ জুলাই বার্মিংহামে প্রতিপক্ষ ভারত, আর দুই দিন পর ৫ জুলাই লর্ডসে মুখোমুখি হবে পাকিস্তানের। ওয়ানডে বিশ্বকাপ আসতে এখনও এক বছরের বেশি সময় বাকি। তবে ২২ গজের বৈশ্বিক লড়াইয়ের তাপ ক্রিকেটপ্রেমীদের গায়ে লাগতে শুরু করেছে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণায়। আইসিসি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিশ্বকাপ সূচি: আর/১০:১৪/২৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Fl4JF2
April 27, 2018 at 04:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top