এই মুহূর্তে ফুটবলবিশ্বে মেসি-রোনালদোর পাশাপাশি যার নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন মিশর সুপারস্টার মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে গোলবন্যায় ভাসিয়ে দিচ্ছেন প্রিমিয়ার লিগ। লিভারপুলের ইংলিশ সমর্থকেরা সালাহকে নিয়ে গানও বেঁধেছেন। সারাবিশ্বের ভক্তদের মতো মুসলিম বিশ্বও গর্ব করছে এই সুপারস্টারকে নিয়ে। এমনকী সালাহর নামে পবিত্র নগরী মক্কায় মসজিদ নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে! ইজিপ্ট ইন্ডিপেনডেন্ট এবং স্পোর্টস বাইবেল এর মতো মিডিয়া এই সংবাদ নিশ্চিত করে জানিয়েছে, মক্কার স্থানীয় প্রশাসনের সহসভাপতি ফাহাদ আল-রোকি স্বয়ং এই প্রস্তাব দিয়েছেন। আল-রোকি বলেছেন, যুক্তরাজ্যে যা করছেন সালাহ, সেটা ইসলামের দূত হিসেবে সবার জন্য অনুকরণীয়। আর এ উপহারে প্রতিভাবান ও সম্ভাবনাময় সব শিশু-কিশোর উৎসাহিত হবে। আরও অনেক ফুটবলারের মতো সালাহ এত সাফল্যেও চোখ উল্টে ফেলেননি। নৈশ জীবনের চেয়ে তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন। মসজিদ নির্মাণের প্রক্রিয়া নিয়ে তিনি বলেছেন, এখন জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। এটিকে দুইভাবে ব্যবহার করা যায়। যদি সৌদি আইনে সালাহকে জমির মালিক হতে বাধা না দেয়, তবে হারামের একটু বাইরে পবিত্র মক্কা শহরে তাকে জমি দেওয়া হবে। আর আইনগত বাধা থাকলে সে জমিতে তাঁর নামে একটি মসজিদ বানানো হবে। এখন কোন প্রক্রিয়া গ্রহণ করা হবে সেটা মোহাম্মদ সালাহ এবং সৌদি আইনি ব্যবস্থার ওপর নির্ভর করছে। সম্প্রতি প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০১৭-১৮ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সিতে এ মৌসুমে এর মাঝেই ৪৩ গোল করেছেন তিনি। ব্যালন ডিঅর বিজয়ী নির্বাচনে বাজির দরে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকেও হারিয়ে দিয়েছেন মিশরের এই তারকা। তার প্রতি গোলে ১১ মিনিট ফ্রি কথা বলার সুবিধা ঘোষণা করেছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভোডাফোন। তার মানে সালাহর প্রতি গোল ১০০ মিলিয়ন ব্যয় হবে প্রতিষ্ঠানটির। সূত্র: কালের কন্ঠ এমএ/ ১০:৫৫/ ২৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2r92Eav
April 27, 2018 at 04:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top