সুরমা টাইমস ডেস্ক:: নগরীর পাঠানটুলায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম। সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইর সংবাদ লেখার জের ধরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। আহত কামরুলকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নগরীর ছিনতাইর বিভিন্ন ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক কামরুল। সংবাদে জালালাবাদ থানার তালিকাভূক্ত চিহ্নিত ছিনতাইকারী সেলিম, কবিরসহ তাদের সহযোগীদের নাম প্রকাশ উঠে আসে। এতে তারা ক্ষিপ্ত হয়। সোমবার রাতে কামরুল তার পাঠানটুলাস্থ মোহনা ৮৮ বাসার সামনে রেস্টুরেন্টে চা খেতে গেলে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন গুরুতর আহত কামরুলকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
কামরুলের ওপর হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরসহ তার সহকর্মীরা।
খবর পেয়ে জালালাবাদ থানার এসআই আতিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2Hr72t8
April 11, 2018 at 02:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন