টরন্টো, ১১ এপ্রিল- কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের নিয়ে গত ৭ এপ্রিল টরন্টোয় উদযাপিত হল বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স নাইট-২০১৮। ১৯তম বার্ষিক এই সম্মেলনের আয়োজন করে এসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অব অন্টারিও (ABEO), কানাডা। চাঁদনি গ্র্যান্ড বাঙ্কুয়েট হল, 3895 McNicoll Ave, Scarboroughতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করে তোলেন কানাডার ইমিগ্রেশন মন্ত্রী আহমেদ হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ড. অমিত চাকমা। বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স নাইটে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট এবং লাইফ মেম্বার ড. মোজাম্মেল খান, ড. এম আর করিম, সোহরাব ভূঁইয়া প্রমুখ। কানাডা প্রবাসী প্রকৌশলীদের পরিবার, স্বজন, বন্ধুদের এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে নাচ পরিবেশন করে অরুণা হায়দার পরিচালিত সুকন্যা নৃত্যাঙ্গন-এর শিল্পীরা। গানের তালে মাতিয়ে রাখেন আয়েশা মৌসুমি, ফারহানা শান্তা, নাফিয়া ঊর্মি, লিটন কাজীসহ আর অনেকে। কবিতা আবৃত্তি করেন তাসরিনা শিখা এবং প্রকৌশলী আলী তারিক। চমৎকার আয়োজনের মাধ্যমে বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স নাইট-২০১৮ সফল করার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবারের অনুষ্ঠানের কনভেনর প্রকৌশলী নওশের আলী। সূত্র: সিবিএন২৪ আর/১০:১৪/১০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GO68pj
April 11, 2018 at 06:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন