ভারতীয় ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক কে? এমন প্রশ্নের জবাবে সম্ভাব্য নাম আসবে বেশ কয়েকটি। তবে শুধু সাফল্যের মানদণ্ডে শ্রেষ্ঠত্ব বিচার করলে সবার উপরে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। ভারতকে সম্ভব সকল সাফল্য এনে দেয়া ধোনি সে দেশের মানুষের কাছেও পরম ভালোবাসার পাত্র। এরই প্রমাণ মিললো শুক্রবার রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে। চেন্নাইয়ের হয়ে বল হাতে শ্রেয়াস গোপাল, দ্বীপক চাহাররা বাজিমাত করেন, ব্যাট হাতে চলতি আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান শেন ওয়াটসন; কিন্তু ম্যাচের সবচেয়ে দামী পুরষ্কারটা পান চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন সুরেশ রায়না। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেন ধোনি। তখনই ঘটে যায় অবাক করা ঘটনা। পুনের গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়েন এক দর্শক, সরাসরি এসে থামেন ধোনির সামনে। এবং পা ছুঁয়ে সালাম করেই জড়িয়ে ধরেন ধোনিকে। এরপর হাত মিলিয়ে কিছু পথ এগিয়েও দেন প্রিয় খেলোয়াড়কে। এরপর ধোনি উইকেটের দিকে এগিয়ে যান এবং সেই দর্শক আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সৃষ্টিকর্তার প্রতি। ধোনির সাথে এমন ঘটনা কোনো নতুন কিছু নয়। গত বছরের ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে সিরিজের সময় মাঠে ঢুকে ধোনির পা ছুঁয়ে শ্রদ্ধা জানান এক দর্শক। এছাড়া বিজয় হাজারে ট্রফিতেও একাধিকবার এমন ঘটনা ঘটেছিল ভারতের সাবেক এই অধিনায়কের সঙ্গে। দেখুন সেই ভিডিও At the end of the day this boy is the winner. He for @msdhoni darshan without any wait time. #NoJaragandi @ChennaiIPL @CSKFansOfficial #WhistlePodu pic.twitter.com/eNCjfwDaD8 Anush (@R_Anush) April 20, 2018 সূত্র: জাগোনিউজ আর/০৭:১৪/২১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qO7CtQ
April 22, 2018 at 12:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top