বিশ্বনাথে বজ্রপাতে দুটি গরুর মৃত্যু

IMG_20180421_192019_772বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামে বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এক কৃষকের ২টি গরুর মৃত্যু হয়েছে। এতে কৃষকের প্রায় ৭০হাজার টাকার ক্ষতি হয়েছে। দু’টি গরু হারিয়ে কৃষক নুরুল ইসলাম বিমর্ষ হয়ে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাবিবুল ইসলাম বলেন, তার আপন বড় ভাইয়ের চারটি গরুর মধ্যে দুটি গরু বজ্রপাতে মারা যায়।

জানাযায়, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের কৃষক নুরুল ইসলাম প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালে স্থানীয় বন্ধুয়া গ্রামের পশ্চিমের হাওরে ঘাস খাওয়ার জন্য চারটি গরু বেধে রেখে আসেন। কিন্তু গতকাল শনিবার দুপুরে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়। মারা যাওয়া গরুর দুটি আনুমানিক বাজার মূল্যে ৭০হাজার টাকা হবে বলে স্থানীয়রা জানান।

গরুর মালিক নুরুল ইসলাম বলেন, আজ শনিবার সকালে বাড়ির পার্শ্বে মাঠে ঘাস খাওয়ার জন্য আমার চারটি গরু ছাড়া হয়। দুপুরে বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই দু’টি গরু মারা গেছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2qQcbnl

April 21, 2018 at 07:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top