সাস্কাচুয়ান, ০২ এপ্রিল- বাংলাদেশি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অ্যাট দ্যা ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান এর উদ্যোগে গত ২৬ মার্চ সোমবার সাসকাটুন সিটি কাউন্সিল চত্বরে উদ্যাপিত হলো স্বাধীনতা দিবস। কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাসকাটুনে বাংলাদেশের স্বাধীনতার ৪৭ তম বার্ষিকী উপলক্ষে সিটি হল চত্বরে প্রথমবারের মত উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা। প্রবাসে সাপ্তাহিক কর্মদিবসে যেকোন অনুষ্ঠান সফল করা উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ হলেও সাস্কাচুয়ান ইউনিভার্সিটির শীর্ক্ষাথীরা প্রমাণ করেছেন দেশ আর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে কখনো পিছপা হয়নি বাঙালি। বেলা ২ টায় অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সাস্কাচুয়ান ইউনিভার্সিটির শিক্ষক আরিফ ওয়াহিদ খান ও চঞ্চল রায়। এরপর বাংলাদেশি কমিউনিটি এ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান এর সভাপতি কামনাশিষ দেব। বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য ও প্রবাসে আমাদের জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বৃহৎ পরিসরে কীভাবে আরো সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অ্যাট দ্যা ইউনিভার্সিটি অফ সাস্কাচুয়ান এর সভাপতি সওগাত ইবনে মাহমুদ সকলকে সাথে নিয়ে সাসকাটুন সিটি কাউন্সিলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সমবেত কন্ঠে দেশের গান পরিবেশিত হয়। বাংলাদেশি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অ্যাট দ্যা ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান এর সভাপতি সওগাত ইবনে মাহমুদ শত ব্যস্ততার মাঝেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসার জন্য উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। সূত্র: সিবিএন২৪ আর/১০:১৪/০২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pWPbTh
April 03, 2018 at 05:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top