টরন্টো, ০২ এপ্রিল- টরন্টোস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারের হল রুমে ০১ এপ্রিল ২০১৮ রবিবার সন্ধ্যা ৮.০০ টায় কানাডা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা আহাদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এক ব্যক্তির প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই আদালতকে ব্যবহার করে এ রায় এসেছে বলে মন্তব্য করেন তিনি। তার বিরুদ্ধে দেয়া রায় জনগণকে বেদনাহত করলেও নেত্রীর নির্দেশে শান্তিপূর্ণ ও সংঘাতহীন প্রতিবাদ কর্মসূচী পালন করা হচ্ছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তথা বিএনপিকে বাইরে রেখে একতরফা নির্বাচনের কোন তৎপরতা শুরু হলে প্রয়োজনে নেতা কর্মীরা দেশ অচল করে দেবে। বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাড: শিরিন সুলতানা বলেন, নয় বছরের অবৈধ শাসনামলে যারা ব্যাংক, বীমা- শেয়ার বাজার সহ সকল আর্থিক খাত থেকে নব্বই হাজার কোটি টাকা লুট করেছেন, তাদের মুখে বড় কথা মানায় না। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমন চৌধুরী। অত:পর মাশরুল হোসেন রিপনের সহযোগিতায় বাংলাদেশের ও কানাডার জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী রেজাউর রহমান, মাহবুব রব চৌধুরী, এস আর চৌধুরী রেশাদ, মালিহা মনসুর, এজাজ আহমেদ খান, একে আজাদ, প্রফেসর ড: এনামুল্লাহ, প্রফেসর ড: সিরাজুল হক চৌধুরী, প্রকৌশলী আজম সরোয়ার, নূরুল ইসলাম, মইন উদ্দীন চৌধুরী, রেহেনা আখতার, মমিনুল হক মিলন, মিজানুর রহমান চৌধুরী, জাকারিয়া রশিদ চৌধুরী, নাঈম চৌধুরী, রফিক পাটোয়রী, আখলাক হোসেন, হাফিজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মুজিবর রহমান, আবুল কালাম আজাদ ও এম এইচ মামুন। আর/১০:১৪/০২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Gul1Ro
April 03, 2018 at 04:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top