ঢাকা, ২০ এপ্রিল- মোশাররফ করিম যা বলেছেন তাতে ভুল কী ছিল। উনি যা বলেছেন তা একদম সঠিক। পোশাক নয় বিকৃত মানসিকতা ধর্ষণের জন্যই দায়ী। একটা আট বছরের শিশু কেন ধর্ষিত হলো? এই শিশু ধর্ষণের পেছনে বিকৃত মানসিকতা ছাড়া আর কী থাকতে পারে? মোশাররফ ভাইয়া যা বলেছেন তা পুরোপুরো ঠিক। বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠ ফেসবুক সেলিব্রিটি লাইভ শোতে উপস্থিত হয়ে এ কথা বলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সমসাময়িক নানা বিষয় নিয়েই তিনি প্রায় ঘণ্টাখানেক সময় নিয়ে আড্ডায় মেতে ওঠেন। নুসরাত ফারিয়া বিশ্বব্যাপী নারী নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা মি টু হ্যাশট্যাগ প্রসঙ্গে এক প্রসঙ্গে বলেন, মোশাররফ ভাইয়া একজন জেন্টেলম্যান। তার চিন্তাভাবনাও পরিস্কার। দুঃখের বিষয় সেই সময় মোশাররফ ভাইয়ার পাশে কেউ দাঁড়ায়নি। এটা আমাকে পীড়া দিয়েছে। কেন? ভয়ে? অন্তত দশজন মানুষ যদি তাঁর পাশে দাঁড়াতো তাহলে কেউ সাহস পেত না তাঁকে আক্রমণ করার। কালের কণ্ঠ ফেসবুক সেলিব্রিটি লাইভ শোতে আজকের অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালের কণ্ঠের সহকারী ফিচার এডিটর দাউদ হোসাইন রনি। সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৯:৪৪/ ২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JWQVUN
April 20, 2018 at 03:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top