নয়াদিল্লি, ২২ এপ্রিলঃ কোনো বিষয়ে পুরোপুরি জ্ঞান না থাকা সত্ত্বেও মন্তব্য করার জেরে একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়েছেন বিজেপি নেতা-মন্ত্রীদের। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও একাধিকবার অস্বস্তিতে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে আগামী লোকসভা ভোটের আগে বিজেপির বিধায়ক, সাংসদদের মুখে কুলুপ আঁটার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নমো-অ্যাপের মাধ্যমে রবিবার বিজেপির জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
দলীয় সাংসদ, বিধায়কদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যম তাদের কাজ করছে। আপনারা নিজেদের কাজটা করুন। যখন প্রয়োজন হবে দলের মুখপাত্ররা কথা বলবেন। যদি সবাই সমস্ত বিষয়ে কথা বলেন, তাহলে মূল ইশ্যু থেকে নজর সরে যাবে। তাতে দেশের ক্ষতি হবে। দল এবং ব্যক্তির ভাবমূর্তিও নষ্ট হবে।’
মোদির বলেন, ‘যে মুহূর্তে আমরা চিত্রসাংবাদিকদের দেখি তখনই আমরা কথা বলার জন্য ব্যস্ত হয়ে উঠি। কোনো বিষয়ে জ্ঞান না থাকা সত্ত্বেও মন্তব্য করার জেরে সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে চর্চা শুরু করে দেয় আর তাতে দলের ভাবমূর্তি খারাপ হয়।’ তিনি বলেন, ‘সংবাদমাধ্যমকে দোষারোপ না করে তাদের হাতে অযথা ‘মশলা’ তুলে দেওয়া থেকে বিরত থাকা উচিত বিজেপি নেতাদের।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qS3CYd
April 22, 2018 at 10:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন