বিশ্বনাথে ‘মিরেরচর-পুরাণগাঁও-হাসনাজির সড়ক’ দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন এমপি এহিয়া

22.04.18বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ছোট-বড় অসংখ্য খানা-খন্দে ভরপূর ‘মিরেরচর-ইলামেরগাঁও-পুরাণগাঁও-হাসনাজির সড়ক’ পরিদর্শন করেছেন স্থানীয় এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। শনিবার (২১এপ্রিল) বিকেলে ৩টি ইউনিয়নের (বিশ্বনাথ সদর, রামপাশা, দৌলতপুর) সংযোগ স্থাপনকারী জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করা হবে এলাকাবাসীকে আশ্বাস প্রদান করেছেন এমপি এহিয়া চৌধুরী।
এমপির কাছ থেকে দ্রুত ব্যস্থতম ও নির্মানের প্রায় ১৮ বছরে কোন সংস্কার না হওয়া সড়কটিতে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করার আশ্বাস পাওয়ায় এলাকাবাসীর মনে আনন্দের সঞ্চার হয়েছে। সংস্কার কাজ সম্পন্ন হওয়ার আশ্বাসে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়ন হওয়ার পথে যাত্রা শুরু করেছে বলে ধারণা করছেন তারা। সড়কটি দ্রুত সংস্কার করা হলে জনদূর্ভোগ লাগব হবে। বিশেষ করে স্কুল-কলেজ-মাদ্রাসাগামী এলাকার শত শত শিক্ষার্থী ও রোগীরা পাবেন শান্তির সু-বাতাস।
সড়ক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আরশ আলী বাবলু, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, বিশ্বনাথ সদর ইউপির ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী ইসমাইল আলী, প্রবাসী ইরন মিয়া, জাতীয় পার্টি নেতা আবদুল কাদির, মিরেরচর-১ গ্রামের মুরব্বী হাজী মির্জা রুস্তুম বেগ, হাজী ইউসুফ আলী, আয়না মিয়া, সাহাব উদ্দিন, কলমদর আলী, ইলামেরগাঁও গ্রামের মুরব্বী শেখ ফরিদ, আবুল কালাম, চুনু মিয়া, ডাঃ কামাল উদ্দিন, আমির আলী, আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক রোহেল উদ্দিন, সংগঠক জিল্লুর মিয়া, মিজানুর রহমান সুজেল, আবদুল করিম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2F7JMNK

April 22, 2018 at 09:37PM
22 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top