বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মাদক ব্যবসায়ীর হামলায় এক মাদক (গাঁজা) ব্যবসায়ী খুন হয়েছে। খুন হওয়া এই মাদক (গাঁজা) ব্যবসায়ী উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের মৃত মনাফ উল্লাহ’র পুত্র আছকর আলী (৫৮)। তিনি শনিবার দিবাগত গভীর রাতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, ১২এপ্রিল বিকেলে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির অপর মাদক ব্যবসায়ী আছর আলী (৫৫) ও তার পুত্র জায়ফর আলী (২৬) ও আছমত আলী (২২) গংরা তার উপর হামলা করে। খুন হওয়া আছকর আলীর বাড়ির উপর দিয়ে আছর আলীর মাদক সেবক ও ক্রেতারা যাওয়া আসার সময় নিষেধাজ্ঞা করলে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আছকর আলী গুরুতর আহত হলে ওই দিন তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। প্রায় ৯দিন চিকিৎসাধিন থাকার পর শনিবার রাতে হাপাতালে তার মৃত্যু হয়।
তবে শাক দিয়ে মাছ ঢাকতে খুন হওয়া আছকর আলীর মেয়েরা বলেন তাদের বাড়ির উপর দিয়ে হামলাকারি আছর আলীর বাড়িতে লোকজন যাওয়া আসার সময় বাধা দিলে তাদের পিতা আছকর আলীর উপর হামলা চালানো হয়। তবে রোববার বিকেলে হামলাকারিদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই হামলাকারিরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।
এঘটনার সত্যতা জানতে চাইলে স্থানীয়রা অনেকটা ভয়ে মুখ খুলতে নারাজ রয়েছেন। সোমবার লাশের ময়না তদন্ত শেষে বাড়িতে নেয়া হবে বলে পারিবারের পক্ষ থেকে জানানো হয়।
এব্যপারে থানার ওসি তদন্ত দুলাল আখন্দ বলেন, এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2HTqSxg
April 22, 2018 at 08:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন