দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ১৬ বছর পর ফের সোনার ট্রফিটা ছুঁয়ে দেখার স্বপ্ন দেখছে ব্রাজিল। এ জন্য আটঘাট বেঁধে ময়দানে নামছে দলটি। বেশ আগেই ভালোমতো প্রস্তুতি শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপে মুসলিমদের জন্য যে চমৎকার উদ্যেগ নিলো রাশিয়া এক নজরে বিশ্বকাপের আগে যা যা করবে ব্রাজিল- * আগামী ১৪ মে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ তিতে। * ২১ মে ব্রাজিলের প্রখ্যাত শহর তেরেসোপোলিসে একত্রিত হবেন বিশ্বকাপ দলে ডাক পাওয়া দেশে থাকা ফুটবলাররা। সেখানে এক সপ্তাহ কাজ করবেন তারা। * ২৭ মে লন্ডনের উদ্দেশে দেশত্যাগ করবেন নেইমাররা। ২৬ মে কিয়েভে হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এতে খেলা ব্রাজিলিয়ান ফুটবলাররা তাদের সঙ্গে যোগ দেবেন। * ৩ মে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে টটেনহামে ঘাঁটি গাড়বেন সেলেকাওরা। * সেই ম্যাচের পর লন্ডনে ফিরবেন তিতের শিষ্যরা। ৮ জুন সেখান থেকে ভিয়েনার উদ্দেশে রওনা দেবেন তারা। ১০ জনু অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবেন। * সেখান থেকে রাশিয়ার পথে পাড়ি জমাবেন ব্রাজিলিয়ানরা। আয়োজক দেশটির সোচিতে হবে তাদের ঘাঁটি। ১৫ জুন পর্যন্ত এ স্থানে অবস্থান করবেন। সোচিতেই সুইজ্যারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৮ বিশ্বকাপ অভিযাত্রা শুরু করবেন নেইমারারা। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/0৯:00/ ২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2r7V146
April 27, 2018 at 09:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top