দেবতাকে খুশি করতে ১৪০ শিশুর হত্যা

লিমা, ২৭ এপ্রিলঃ দেবতাকে খুশি করতে শিশু বা পশু বলি দেওয়ার ঘটনা নতুন নয়। সুপ্রাচীন কাল থেকে বিশ্বে এই প্রথা চলে আসছে। সম্প্রতি শিশু-বলির নৃশংসতার হদিশ মিলেছে পেরুতে। উদ্ধার হয়েছে ১৪০টি শিশু এবং উট প্রজাতির ইলামাস শাবকের ২০০টি দেহ। নৃ-তাত্ত্বিক বিজ্ঞানীদের মতে, পেরুর এই ঘটনাই বিশ্বের বৃহত্তম এবং প্রাচীন শিশু বলির ঘটনা।

জানা গিয়েছে, সম্প্রতি পেরুর তৃতীয় বৃহত্তম শহর ক্রজিলোর উত্তর-পশ্চিমে লা লিবার্টাডে ১৪০টি শিশু এবং ২০০টি ইলামাস শাবকের দেহের হদিস মিলেছে। শিশুগুলির বয়স ৫ বছর থেকে ১৪ বছরের মধ্যে। আর ইলামাস শাবকগুলির বয়স ১৮ মাসের কম। প্রায় ৫৫০ বছর আগে এদের জীবন্ত বলি দেওয়া হয়েছিল বলে নৃতত্ত্ব বিজ্ঞানীদের দাবি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2jg12YO

April 27, 2018 at 11:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top