এক দশকের মধ্যে শব্দের চেয়ে ৭ গুণ দ্রুত হবে ‘ব্রহ্মোস’

মুম্বই, ২৯ এপ্রিলঃ আগামী এক দশকের মধ্যে ‘ম্যাক ৭’(শব্দের চেয়ে সাতগুণ দ্রুত) গতি অর্জন করবে বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মোস’।

ব্রহ্মোস এরোস্পেসের এমডি তথা সিইও সুধীর মিশ্র জানিয়েছেন, মিসাইলকে হাইপারসনিক করতে আরও সাত থেকে ১০ বছর সময় লাগবে।

তিনি আরও জানান, এখন ‘ব্রহ্মোস’ ম্যাক ২.৮ গতি তুলতে পারে। আগামী পাঁচ বছরের মধ্যে তা ম্যাক ৩.৫ গতি তুলতে সক্ষম হবে। ম্যাক ৭ পর্যায়ে যেতে হলে, উন্নতমানের ইঞ্জিন বসাতে হবে।

মিশ্র জানান, মূল লক্ষ্য হল এমন একটি মিসাইল তৈরি করা যা পরবর্তী-প্রজন্মের যুদ্ধের ক্ষেত্রে উপযোগী হবে।

উল্লেখ্য, ব্রহ্মোসের ইঞ্জিন, প্রোপালসন প্রযুক্তি ও সীকার তৈরি করেছে রাশিয়া। ভারত কাজ করছে মিসাইলের কন্ট্রোল সিস্টেম, গাইডেন্স, সফটওয়্যার, এয়ারফ্রেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেমের ওপর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r68GcK

April 29, 2018 at 07:33PM
29 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top