কুইন্সল্যান্ড, ২৯ এপ্রিলঃ গ্রেট ব্যারিয়ার রিফ-কে বাঁচাতে বিপুল টাকা বরাদ্দ করল অস্ট্রেলিয়া সরকার। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে গ্রেট ব্যারিয়ার রিফে প্রায় ৩০ শতাংশ প্রবাল ধ্বংস হয়ে গিয়েছে যা আর কোনো দিনই সৃষ্টি হবে না। সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধির কারণেই প্রবাল প্রাচীরগুলি ধ্বংস হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। রবিবার অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, গ্রেট ব্যরিয়ার রিফ-কে নতুন করে গড়ে তুলতে ও সমুদ্রের জলের স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রায় ৩৭৯ মিলিয়ন ইউএস ডলার খরচ করা হবে। কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলি যাতে ওই অঞ্চলের সমুদ্রের জলে না মেশে তার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে সরকারের তরফ থেকে। প্রায় ৩৪৮,০০০ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HZ5hWA
April 29, 2018 at 07:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন