অঙ্কের ভয় কাটাতে কমিটি গঠন করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক

নয়াদিল্লি, ১২ এপ্রিলঃ ছাত্র-ছাত্রীদের মনে অঙ্কের ভয় কাটাতে ও সেই ভয়ের মোকাবিলা কিভাবে করা যেতে পারে, সেই সংক্রান্ত বিভিন্ন সুপারিশ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ওই কমিটি তিনমাসের মধ্যে সেই রিপোর্ট জমা দেবে। জাভড়েকর জানান, গত বছরের নভেম্বর মাসে দেশব্যাপী সরকারি ও সরকারি-সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি সমীক্ষা করা হয়। সেখানে উঠে এসেছে, অধিকাংশ পড়ুয়াদের মনে অঙ্ক নিয়ে একটা ভীতি রয়েছে। আমরা গুজরাতের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিংহ চুদাসামার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি। চেষ্টা করা হবে, এই আতঙ্ক কাটিয়ে অঙ্ককে কিভাবে সহজ বিষয় হিসেবে তুলে ধরা যায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ECMjPX

April 12, 2018 at 05:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top