ইচ্ছাকৃত ঋণখেলাপি, তালিকার শীর্ষে পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক

নয়াদিল্লি, ১২ এপ্রিলঃ ঋণখেলাপি এবং টাকা নিয়ে প্রতারণার বিষয়ে চলতি বছরের বিভিন্ন সময়ে শিরোনামে উঠে এসেছে বিভিন্ন ব্যাংক। ঋণখেলাপি রুখতে কঠোর আইন তৈরির প্রস্তুতিও চালাচ্ছে সরকার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক রিপোর্টে আরও বড় বিড়ম্বনা প্রকাশ পেয়েছে।

বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ঘটছে ইচ্ছাকৃত ঋণখেলাপির ঘটনা। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক রিপোর্টে প্রকাশিত হয়েছে বড় বিড়ম্বনা। আরও চাঞ্চল্যকর তথ্য, গত ডিসেম্বর পর্যন্ত ইচ্ছাকৃতভাবে ঋণখেলাপির মোট ঘটনার ৫৫% ঘটেছে দেশের সেরা ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এরমধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাংক।

তালিকার শীর্ষে ১৬৬৪টি ইচ্ছাকৃত ঋণখেলাপির অভিযোগ দায়ের এসবিআইয়ের তরফে। এরপরই রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক। মোট ১০৮৪টি ইচ্ছাকৃত ঋণখেলাপির ঘটনা রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইউবিআই। মোট ৮৩২টি ঋণখেলাপির ঘটনা দায়ের ব্যাংকের তরফে। সেন্ট্রাল ব্যাংকে ৭৩২টি এবং ইউকো ব্যাংকে ৬৫১টি।
আরবিআইয়ের রিপোর্টে আরও উল্লেখ, গত বছর জুনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অনুৎপাদক সম্পদের পরিমাণ বছর-শেষে ১৩ শতাংশ বাড়ে। যার মূল্য অন্তত এক লক্ষ কোটি টাকা।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JHbxjN

April 12, 2018 at 05:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top