“সিলেট মেট্রোপলিটন পুলিশের ১৩ সতর্কবার্তা”……..

নিজস্ব প্রতিবেদক:: গত কয়েকদিন আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিদ আল সালাম নিহত হলেন ছিনতাইকারীদের হাতে, নগরীর কদমতলী বাসটার্মিনাল এলাকায়। তারপর ক’দিন যেতে না যেতেই আবার খুন! এবার জোড়া হত্যাকান্ডের শিকার হলেন মা-ছেলে, নগরীর মিরাবাজারে।

তার আগে শাবিতে হামলার শিকার হলেন দেশবরেণ্য বুদ্ধিজীবি, লেখক শিক্ষক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। আরও আগে টিলাগড়ে কয়েকটি রাজনৈতিক হত্যাকান্ড। হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর পবিত্র মাটি থেকে শান্তি যেনো উধাও হওয়ার পথে।

এক ধরণের চাপা আতংকে যখন সিলেট মহনগরের সর্বস্তরের নাগরিকবৃন্দ, তখন জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। চুরি, ছিনতাই, রাহাজানি থেকে রক্ষা পেতে সতর্কতা মূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগর পুলিশের এক পাঠানো বিজ্ঞপ্তিতে সতর্কতা বার্তায় একাধিক দিক-নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিয় নগরবাসী ও যাত্রীগণ, আপনার জীবন ও সম্পদ অত্যন্ত মূল্যবান। যেকোনো সময় রাস্তায় চলাচল করার সময় সতর্কতা অবলম্বন করুন। চুরি, ছিনতাই ও রাহাজানি থেকে রক্ষা পেতে নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করুন।

** সিএনজিতে পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন।

** পাবলিক বা গণপরিবহন ব্যতীত যানবাহন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন।

** আপনার মূল্যবান ব্যাগ বা অন্যান্য জিনিস বাসস্ট্যান্ডে বাইরে রেখে টয়লেটে যাবেন না। তবে পরিচিত সঙ্গীয় যাত্রী থাকলে তার হেফাজতে রেখে যাবেন।

** যেসব স্থানে জনগণের চলাচল কম, সেসব স্থান এড়িয়ে চলুন।

** অপরিচিত যাত্রীর দেয়া কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন।

** বড় অংকের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা চাইতে অবহেলা করবেন না।

** ভোরবেলা বাস থেকে নেমে বাস কাউন্টারের ওয়েটিং রুমে অপেক্ষা করুন সূর্যোদয় পর্যন্ত।

** সিএনজিতে ওঠার সময় সিএনজির রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখুন বা মোবাইলের মেসেজের মাধ্যমে পূর্বেই আত্মীয় স্বজনকে অবহিত করুন।

** সন্দেহভাজন মোটরসাইকেল ব্যবহারকারী থেকে সর্তক থাকুন।

** যথা সম্ভব বড় রাস্তা বা লোকজনের চলাচল বেশি সেসব রাস্তায় তা ব্যবহার করুন।

** মোটর সাইকেল পার্কিং এর স্থানে সর্তকতার সাথে মোটর সাইকেল তালাবন্ধ করে রাখুন।

** সিএনজি চলাকালীন সময়ে হঠাৎ করে মাঝপথে যদি সিএনজি থামিয়ে দেয় কিংবা সন্দেহজনক আচরণ করে তাহলে পুলিশের সহায়তা নিন। পুলিশ চেকপোস্টে নেমে পড়ার চেষ্টা করুন।

** সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে অথবা আপনার যে কোন মতামত/অভিমত/অভিযোগ জানাতে নিম্নবর্ণিত নাম্বার সমূহে অবহিত/যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। –পুলিশ কন্ট্রোল রুম(২৪ ঘন্টা খোলা)
০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮

App-BDPolice Helpline

ট্রাফিক কন্ট্রোল রুম
০৮২১-৭১৮০২৮

ডিবি কন্ট্রোল রুম
০৮২১-৭২০০৬৬

ওসি,কোতয়ালি- ০১৭১৩৩৭৪৫১৭
ওসি,জালালাবাদ- ০১৭১৩৩৭৪৫২২
ওসি,এয়ারপোর্ট- ০১৭১৩৩৭৪৫২১
ওসি,দক্ষিণ সুরমা- ০১৭১৩৩৭৪৫১৮
ওসি,শাহপরাণ(র:)- ০১৭১৩৩৭৪৩১০
ওসি,মোগলাবাজার- ০১৭১৩৩৭৪৫১৯

পুলিশ কমিশনার- ০১৭১৩-৩৭৪৫০৬
অতি. পু. কমিশনার- ০১৭১৩-৩৭৪৫০৭
ডিসি (সদর প্রশাসন) – ০১৭১৩-৩৭৪৫০৮
ডিসি (উত্তর) – ০১৭১৩-৩৭৪৫০৯
ডিসি (দক্ষিণ) – ০১৭১৩-৩৭৪৫১০
ডিসি (ট্রাফিক)- ০১৭১৩-৩৭৪৫১১

এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তি শৃংখলা রক্ষা, অপরাধ দমন এবং শান্তি পূর্ণভাবে বসবাস করার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2JfQjt7

April 04, 2018 at 02:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top