সুরমা টাইমস ডেস্ক:: গরু-ছাগল, ভেড়াসহ নানা ধরনের গবাদিপশু চুরি হওয়ার খবর আমরা প্রায়ই শুনি। তবে বিলাসবহুল গাড়িতে করে গবাদিপশু চুরি করা হয় এমন খবর প্রথমেই শোনা গেল। ঘটনাটি উজবেকিস্তানের বুখারা গ্রামের।
গত কিছু দিন ধরেই চুরি হয়ে যাচ্ছিল গরু-ছাগল, ভেড়াসহ নানা ধরনের গবাদিপশু। কোথা থেকে কীভাবে এসব পশু হঠাৎ হাওয়া হয়ে যাচ্ছে, কেউ ধরতে পারছিল না। আর চোরও ভীষণ সতর্ক। কখন চুরি যায়, আর সেগুলো কীভাবে গ্রামের বাইরে চলে যায়- কেউই ধরতে পারছিল না।
অনেক অনুসন্ধানের পর জানা যায়, পুলিশের চোখ ফাঁকি দেয়ার জন্য চোরের দল চুরি যাওয়া পশু একটি ম্যালিবু শেভ্রলে গাড়িতে করে আনা-নেয়া করত। বিলাসবহুল গাড়ি বলে কেউ প্রশ্নও করেনি- প্রায়ই কেন আসে এই গাড়ি, আর কার কাছে আসে?
গত কয়েক দিন ধরে ম্যালিবু শেভ্রলে গাড়ির পেছনের জানালা দিয়ে মুখ বের করে থাকা একটি বাছুরের ছবি নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম এখন সরগরম।
অনেকে ক্যাপশন দিয়েছেন, দামি গাড়িতে চড়ে গরুটি অন্তত খুশি। কেউ লিখেছেন- ম্যালিবু গাড়িতে করে বিয়ের কনের মতো এসেছে বাছুর।
পুলিশ বলছে, চুরি করা গবাদিপশু সীমান্তে বিক্রি করে দিত সংঘবদ্ধ চোরের দল। আর গাড়িটিও চুরি করা গাড়ি। তবে গাড়ির মালিকের সন্ধান এখনও পায়নি পুলিশ।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2q5af9h
April 04, 2018 at 02:36AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন