তিরুবনন্তপুরম, ১৫ এপ্রিলঃ টয়লেটে ফ্ল্যাশ করে দুদিনের শিশুকে মেরে ফেলার ঘটনা ঘটল কেরালার পেরিনথালমান্নায়। কোমডে জল না যাওয়ায় খবর দেওয়া হয়েছিল কলমিস্ত্রীকে। এরপরই নজরে এল আসল ব্যাপার। দেখা গেল, পাইপে আটকে রয়েছে সদ্যোজাতের দেহ।
ডঃ আব্দুল রহমান পুলিশের কাছে ঘটনাটি জানান শুক্রবার। পুলিশ জানিয়েছে, পেরিনথালমান্নায় চিকিৎসক দম্পতি আব্দুল রহমান ও তাঁর স্ত্রী দুজনে মিলে বাড়ির পাশেই একটি ক্লিনিক চালান। বৃহস্পতিবার, পরিচারিকা বাথরুম পরিস্কার করতে এসে দেখেন, কোমোডে ফ্ল্যাশ করা যাচ্ছে না। পরের দিন কলমিস্ত্রী এলে ভয়ঙ্কর ঘটনাটি আসে সামনে।
পুলিশে খবর দেওয়া হলে, মৃত শিশুর দেহটি ত্রিশূর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ক্লিনিকে আসা কোনও রোগী এমন কাজ করতে পারে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vfLQDP
April 15, 2018 at 06:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন