কলকাতা, ১৫ এপ্রিল- সাকিব আল হাসানের ঘূর্ণি বুঝতে না পেরে বলটা বাতাসে তুলে দিয়েছিলেন ক্রিস লিন। তবে সাকিবের কাছ থেকে বেশ খানিকটা দূর দিয়েই উড়ে যাচ্ছিল বলটা। ৪৯ রানে দাঁড়ানো লিনও ফিফটির জন্য দৌড়াতে যাচ্ছিলেন, মুহূর্তেই বাঁ দিকে ঝাপিয়ে ক্যাচ নিয়ে নেন বাংলাদেশি অলরাউন্ডার। লিনের হয়তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। হবে কিভাবে? বাঁ দিকে ঝাপিয়ে পড়ে সাকিব যেভাবে একহাতে ক্যাচটা নিলেন, একটু হলে মাটিতে পড়েই যেতো। পড়েনি। লিনকে তাই বাধ্য হয়েই মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে, হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে। শুধু এই ক্যাচই নয়। ম্যাচে বল আর ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব। বল হাতে ২ উইকেট নেয়ার পর দলের বিপদের সময় ২১ বলে ২৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে ম্যাচসেরার পুরস্কারটি জোটেনি তার। সেটাও এক বিস্ময়। সূত্র: জাগোনিউজ আর/১৭:১৪/১৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H3wwMd
April 16, 2018 at 12:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top