ইসলামাবাদ ও নয়াদিল্লি, ১৫ এপ্রিলঃ পাকিস্তানে ফের অসম্মানজনক পরিস্থিতির মধ্যে পড়তে হল ভারতীয় হাইকমিশনারকে। বৈশাখী উৎসব উপলক্ষ্যে একটি সংস্থার আমন্ত্রণে গতকাল পাঞ্জাসাহিব গুরুদ্বারে যাচ্ছিলেন ভারতীয় হাইকমিশনার। কিন্তু সেখানে তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি। ভারত থেকে যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে হাইকমিসনারের সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে তাতে বাদ সাধে পাক কর্তৃপক্ষ। এই অসৌজন্যতার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে ভারতীয় কূটনৈতিক মহল। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দ্বিপাক্ষিক চুক্তির পর প্রায় ১,৮০০ শিখ ধর্মাবলম্বী এ মাসের ১২ তারিখ পাকিস্তানে গিয়েছেন। তাঁরা বিভিন্ন ধর্মস্থানে যাবেন। গতকাল তাঁদের সঙ্গে দেখা করে বৈশাখীর শুভেচ্ছা জানাতে যাচ্ছিলেন ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। কিন্তু গুরুদ্বারা পঞ্জা সাহিবে যাওয়ার পথে তিনি ফিরে যেতে বাধ্য হন। এই আচরণ ভিয়েনা চুক্তির বিরোধী। এই ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vijGYM
April 15, 2018 at 07:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন