ঢাকা, ১৮ এপ্রিল- কিছুদিন আগেই ফটোশুটে নজর কেড়েছিলেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। হঠাৎ করেই গ্ল্যামারাস ফটোশুটের বেশ কিছু ছবি নিজের ফেসবুক পাতায় প্রকাশের পর অনেকেই জানতে চান, বাঁধন কি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন? প্রতিবেদককে তখন বাঁধন জানিয়েছিলেন, সিনেমার জন্যই নিজেকে প্রস্তুত করছেন। একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাবও হাতে এসেছে বাঁধনের কাছে। তবে কোনো সিনেমা তিনি চূড়ান্ত করেননি। এবার গুঞ্জন উঠেছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত দহন নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাঁধন। চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজের ফেসবুক পাতায় মম, তানজিন তিশা ও বাঁধনের ছবি পোস্ট করা হয়েছে। আরও পড়ুন : হঠাৎ চমকে দিলেন মোনালিসা এ তিনজনের ছবি দিয়ে জানতে চাওয়া হয়েছে, কে হচ্ছেন নায়িকা? ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। এই ছবিতে সিয়াম ও পূজা অভিনয় করবেন, সেটা আগেই প্রকাশ করা হয়েছে। এবার শোনা যাচ্ছে বাঁধন অভিনয় করবেন ছবিটিতে। মঙ্গলবার দুপুরে বাঁধন জানিয়েছেন তার সঙ্গে কোনো ছবির ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন হয়নি। এই অভিনেত্রী বলেন, এখনও পর্যন্ত আমি কোনো সিনেমায় সাইন করিনি। আর এই বিষয়ে এখন এর চাইতে চেশি কিছু বলতে পারছি না। জানা গেছে, ছবিটিতে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নবাগত সুদীপ্ত, সেতু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীরকেও। ২০১০ সালে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত নিঝুম অরণ্যে সিনেমায় সজল বিপরীতে অভিনয় করেন বাঁধন। তার অভিনীত চরিত্রের নাম ছিলো মিলি। এদিকে শোনা যাচ্ছে, তিন অভিনেত্রীর মধ্যে তানজিন তিশার সঙ্গে জাজের পক্ষ থেকে কথাই বলেননি কেউ। বিষয়টি নিয়ে তিশা নিজেও বিব্রত। অন্যদিকে জাকিয়া বারী মম নাকি আগেই এই প্রযোজনা প্রতিষ্ঠানকে না করে দিয়েছেন। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qIxmHb
April 19, 2018 at 12:26AM
18 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top