জয়পুর, ০৬ এপ্রিল- জামিন পেলেন না সালমান খান। শনিবার পর্যন্ত স্থগিত হয়ে গেল জামিনের আবেদন মামলার শুনানি। রায় দেয়া হতে পারে শনিবার। অর্থাৎ, হরিণ শিকার মামলায় জামিন পাবেন কি না সালমান খান, তার জন্য অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সালমান খানের জামিনের আবেদনের শুনানি শুরু হয়। সালমানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী শেরার সঙ্গে আদালতে হাজির হন অভিনেতা দুই বোন আলভিরা এবং অর্পিতা। কিন্তু, শুনানি শুরু হওয়ার পর পরই চাঞ্চল্যকর অভিযোগ করলেন সালমান খানের আইনজীবী মহেশ ভোরা। আরও পড়ুন: কোথায় যায় তারকাদের সুপারহিট পোশাক? তিনি অভিযোগ করেন, সালমান খানের জামিনের আবেদনের শুনানির সময় যাতে তিনি হাজির না হন, তার জন্য হুমকি দেয়া হয় তাকে। পাশাপাশি মহেশ ভোরাকে হুমকি দিয়ে এসএমএসও পাঠানো হয় বলে অভিযোগ। এদিকে সালমান খানের নিরাপত্তার জন্য যোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বর ব্যারাক মুড়ে ফেলা হয়। বৃহস্পতিবার রাতে সালমান খানের সঙ্গী ছিলেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। সূত্র: জাগোনিউজ আর/০৭:১৪/০১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2q8FeCo
April 07, 2018 at 12:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন