ঢাকা, ০৬ এপ্রিল- তৌকীর আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা সিনেমায় চমৎকার অভিনয় নৈপুণ্যে দর্শকের মাঝে দারুণ সাড়া জাগিয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবিটি মুক্তির পর থেকে অনেকেরই ধারণা ছিল অজ্ঞাতনামা ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলবেন তিনি। এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন এই অভিনেতা। তবে অজ্ঞাতনামা নয়, নাদের চৌধুরী পরিচালিত মেয়েটি এখন কোথায় যাবে ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৬ পেতে যাচ্ছেন বাবু। আরও পড়ুন : কলকাতাকে প্রথম থেকেই আপন মনে হয়েছে : জয়া পুরস্কার পাবার খবরে আর সবার মতো বাবু নিজেও কিছুটা হোঁচট খেয়েছেন। বাবু বলেন, তৌকীর আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা ছবিতে অভিনয়ের পর অনেকের মতো আমারও ধারণা ছিল, হয়তো এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারি। কিন্তু আমি পুরস্কার পেতে যাচ্ছি মেয়েটি এখন কোথায় যাবে ছবিটির জন্য। পুরস্কারপ্রাপ্তি অবশ্যই আনন্দের। মেয়েটি এখন কোথায় যাবে ছবির নির্মাতা নাদের চৌধুরী, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই। তবে অজ্ঞাতনামা ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার না পাওয়ার আক্ষেপটাও থেকে গেলো। অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আমার ছোট ভাই চঞ্চল চৌধুরী পুরস্কার পাচ্ছে। এটা আমার জন্য ভীষণ আনন্দের। তাকে অভিন্দন জানাই। তবে অজ্ঞাতনামা ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাবার প্রত্যাশা আমারও ছিল। সেটা হয়নি। তবে অজ্ঞাতনামা শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে, এজন্য নির্মাতা তৌকীর আহমেদ ও ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, একটা বিষয় না বললেই নয়, আমাদের দেশে চলচ্চিত্রের নায়ক না হলে যেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেয়া যাবে না। এমন একটি ধারণার চর্চা রয়েছে। সিনেমার চরিত্রও যে, গল্প এবং অভিনয় গুণে নায়ক হতে পারে। সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমাদের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাবেন ছবির নায়ক, আর বাকি সবাই যেন পার্শ্ব অভিনেতা। এছাড়া মঞ্চ অভিনেতা, টেলিভিশন অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা বলে একটা বিভাজন তো রয়েছেই। এই অভিনেতা মনে করেন, একজন অভিনেতা শুধুই অভিনেতা। তিনি ভালো অভিনয় করলে দর্শক পছন্দ করেন, অভিনয় ভালো না হলে দর্শক পছন্দ করেন না। এর বাইরে টিভি, মঞ্চ কিংবা সিনেমার অভিনেতা বলতে কিছু নাই। বাবু বলেন, আমাদের দেশে অভিনেতাকে মঞ্চ, টিভি, সিনেমা বলে ভাগ করে ফেলা হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়ার ক্ষেত্রেও এই বিভাজনকে অনুসরণ করা হয়। অভিনেতাকে তার অভিনয় নৈপুণ্য দিয়েই বিচার করা উচিত। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Iw626b
April 07, 2018 at 01:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top