ভুয়ো খবরঃ প্রেস কাউন্সিলে গুরুং-ঋতব্রত

নয়াদিল্লি, ১১ এপ্রিলঃ তিনি কোথায় আছেন কেউ জানেন না। তবে রাজনীতির সমস্ত খবর সম্পর্কেই যে তিনি ওয়াকিবহাল তার স্পষ্ট প্রমাণ দিলেন বিমল গুরুং। সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে প্রকাশিত একটি খবরের প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা প্রকাশ করেন মোর্চা সুপ্রিমো। সংবাদমাধ্যমে ক’দিন আগে প্রকাশিত একটি খবরে বলা হয়, গোপনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। গুরুংয়ের দাবি, গোর্খা আন্দোলনকে গলা টিপে মারতেই এই অপপ্রচার। তাঁকে নিয়ে প্রকাশিত এই ভুয়ো খবরের বিরুদ্ধে অভিযোগ জানাতে খুব শিঘ্রই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার দারস্থ হবেন গুরুং। তবে আত্মগোপন করে থাকা গুরুং প্রকাশ্যে মুখ দেখাবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা।

অন্যদিকে, আরও একটি ভুয়ো খবরের তত্ত্ব তুলে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াতে অভিযোগ দায়ের করেন নির্দল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একটি প্রথমসারির হিন্দি দৈনিকের বিরুদ্ধে খড়গহস্ত হন তিনি। পিসিআইতে চিঠি পাঠিয়ে তিনি বলেন, রাজ্যে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোবরা পোস্ট নামে একটি সংস্থার নানা ভুয়ো স্টিং অপারেশন ও সেইসব নিয়ে হিন্দিপত্রে ফলাও করে তা লিখে রাজ্যের সম্প্রীতির ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এমনকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দাঙ্গার খবর ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন ঋতব্রত।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vd51ho

April 11, 2018 at 10:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top