১৩ এপ্রিল বাংলা বন্‌ধের ডাক বামেদের

কলকাতা, ১১ এপ্রিলঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা নিয়ে বিভন্ন জায়গায় সন্ত্রাস ও হিংসা ছড়ানোর প্রতিবাদে ১৩ এপ্রিল, শুক্রবার, সাধারণ ধর্মঘটের ডাক দিল বামেরা। ওই দিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টার প্রতীকী বন্‌ধ পালন করবে তারা। বুধবার সিপিএমের রাজ্য দপ্তরে ১৭ বাম দলের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ব‌ন্‌ধ ঘোষণার কিছুক্ষণ পরই পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, দু-একটি ঘটনা বাদে কোথাও কোনও হিংসা হচ্ছে না। তাই ব‌ন্‌ধ ডাকাটা লোক হাসানো মাত্র। তিনি ঘোষণা করেন, রাজ্যে কোনও বন্‌ধ হবে না। গাড়িঘোড়া সচল থাকবে। নির্বাচনের আগে এটা বিরোধীদের একটা কৌশল। তাঁর দাবি, বিচার ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করার জন্য এ সব করা হচ্ছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JDCcxX

April 11, 2018 at 10:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top