নবগঠিত বিএসওএম কে স্বাগত জানালো মালয়েশিয়া বিএনপি

বিশেষ প্রতিনিধি,মালয়েশিয়া: বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM) এর বার্ষিক প্রবর্তন ২০১৮ ইং তে BSOM এর উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহাসানুল হক মিলনকে প্রধান অতিথি করায় সংগঠনটির সভাপতি প্রফেসর আবুল বাশার এর স্নেহশীল ছাত্র শরিফুল ইসলামকে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, তোমাদের মত মেধাবী সন্তানদের মাধ্যমেই শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।

যুবদল নেতা সাগর শরিফুলকে শুভেচ্ছা জানিয়ে বলেন,সে হচ্ছে একজন আদর্শ ছাত্রনেতা। তাদের মত আদর্শ ছাত্রদের জন্যই সারাবিশ্বে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে আছে।

এছাড়া বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শরিফুলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সে হচ্ছে জাতীয়তাবাদীর একজন আদর্শ কর্মি। তার নেতৃত্বে মালয়েশিয়ার সকল ছাত্রদের মঝে জাতীয়তাবাদীর আদর্শ পৌছে দেওয়ায় হবে বিএসওএম এর মূল উদ্দেশ্য।

উল্লেখ্য-গত ফেব্রুয়ারি মাসে শরিফুলকে সভাপতি করে বিএসওএম এর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2r0Eqjk

April 26, 2018 at 09:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top