কলকাতা, ২৫ এপ্রিল- পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল শতভাগ আসন জিতবে। মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে এমনটা বললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পঞ্চায়েত নির্বাচন ঘিরে সন্ত্রাসের সব অভিযোগকে সংবাদ মাধ্যমের কুৎসা বলে উড়িয়ে দিলেন তিনি। খবর পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার। মমতা বলেন, তৃণমূলকে হারাতে হাজার চক্রান্ত করেও কেউ কিছু করতে পারবে না। তৃণমূল একশ শতাংশ আসন জিতবে। পঞ্চায়েতে উত্তাল সবুজ ঝড় হবে। তিনি আরও বলেন, এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল না জিতলে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবে না মানুষ। কারণ অন্য কেউ ক্ষমতায় এলে তারা কথা নাও শুনতে পারে। আরও পড়ুন :হোয়াটস অ্যাপের মাধ্যমে মনোনয়নকে গ্রাহ্য করেছে হাইকোর্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরা রাজধর্ম পালন করেছি বলেই বিরোধীরা ৯৬ হাজার মনোনয়ন জমা দিতে পেরেছে। মোট মনোনয়ন জমা পড়েছে ২ লাখ। সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে অভিযোগ করে মমতা বলেন, সাংবাদমাধ্যমগুলোতে মিথ্যা খবর দেখানো হচ্ছে, মিথ্যা কথা লেখা হচ্ছে। আনন্দবাজার পত্রিকা এবং এবিপি আনন্দ পরিকল্পনা করে আমাদের বিরুদ্ধে এই কাজ করছে। টাকা দিয়ে এবিপিকে বিজেপি কাজে লাগাচ্ছে। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/২৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HvXhNl
April 26, 2018 at 05:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন