কলকাতা, ২৬ এপ্রিল- সমীক্ষার আভাস অনুযায়ী এবার পঞ্চায়েতে বিজেপির উত্থান হলেও ফের বিপুল জয়ের পথে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রবলতর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে গেরুয়া শিবিরই। অন্যান্য বিরোধীরা পোস্টারে পরিণত হচ্ছে। এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বামফ্রন্ট ও কংগ্রেসের যে আসন কমছে সেই আসন দখল করছে বিজেপি। তৃণমূল প্রায় একই জায়গাতেই দাঁড়িয়ে থাকছে। পঞ্চায়েতে নির্বাচনে কোন জেলা পরিষদে কে জিততে পারে, জেনে নিন এক ক্লিকে তবে এই সমীক্ষা অনুযায়ী আদতে কোনও লাভ হচ্ছে না বিরোধীদের। কারণ ২০টি জেলার ১৭টিই তৃণমূলের দখলে থাকছে। আর তিনটি ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা। বিজেপি শূন্য থেকে থেকে বাড়িয়ে জেলা পরিষদের ৮২৫টি আসনের মধ্যে ১৬৭টি আসনে জিতলেও, ৫৩৮টি আসন দখল করে বিজয়ী হবে তৃণমূল কংগ্রেসই। আরও পড়ুন: শতভাগ আসনেই জিতব: মমতা এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলা পরিষদ কার দখলে যেতে চলেছে এই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী কোচবিহার : মোট আসন-৩২, তৃণমূল কংগ্রেস-২১, বিজেপি-১১, বামফ্রন্ট-০, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৬, বিজেপি-২৯, বামফ্রন্ট-৮, কংগ্রেস-৩। জলপাইগুড়ি : মোট আসন-১৯, তৃণমূল কংগ্রেস-১৩, বিজেপি-৬, বামফ্রন্ট-০, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৪১, বিজেপি-৩১, বামফ্রন্ট-৬, কংগ্রেস-৫। আলিপুরদুয়ার : মোট আসন-১৮, তৃণমূল কংগ্রেস-১১, বিজেপি-৬, বামফ্রন্ট-১, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩১, বিজেপি-২৫, বামফ্রন্ট-১২, কংগ্রেস-৬। উত্তর দিনাজপুর : মোট আসন-২৬, তৃণমূল কংগ্রেস-১২, বিজেপি-৫, বামফ্রন্ট-৫, কংগ্রেস-৪, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-২৮, বিজেপি-২২, বামফ্রন্ট-১৪, কংগ্রেস-১৩। দক্ষিণ দিনাজপুর : মোট আসন-১৮, তৃণমূল কংগ্রেস-১২, বিজেপি-৫, বামফ্রন্ট-১, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৮, বিজেপি-৩০, বামফ্রন্ট-১০, কংগ্রেস-৮। মালদহ : মোট আসন-৩৮, তৃণমূল কংগ্রেস-২৯, বিজেপি-৯, বামফ্রন্ট-০, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৯, বিজেপি-২৬, বামফ্রন্ট-৮, কংগ্রেস-৭। মুর্শিদাবাদ : মোট আসন-৭০, তৃণমূল কংগ্রেস-৩৫, বিজেপি-০, বামফ্রন্ট-২, কংগ্রেস-৩১, অন্যান্য-২। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৩, বিজেপি-৯, বামফ্রন্ট-১২, কংগ্রেস-৩২ অন্যান্য-৫। নদিয়া : মোট আসন-৪৭, তৃণমূল কংগ্রেস-৩০, বিজেপি-১৫, বামফ্রন্ট-২, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৬, বিজেপি-২৯, বামফ্রন্ট-১০, কংগ্রেস-৩। উত্তর ২৪ পরগনা : মোট আসন-৫৭, তৃণমূল কংগ্রেস-৩০, বিজেপি-২২, বামফ্রন্ট-৫, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৩, বিজেপি-৩০, বামফ্রন্ট-১৪, কংগ্রেস-৪। দক্ষিণ ২৪ পরগনা : মোট আসন-৮১, তৃণমূল কংগ্রেস-৫৭, বিজেপি-১০, বামফ্রন্ট-১৪, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৪০, বিজেপি-২৩, বামফ্রন্ট-১৭, কংগ্রেস-৪। হাওড়া : মোট আসন-৪০, তৃণমূল কংগ্রেস-৩২, বিজেপি-৫, বামফ্রন্ট-২, কংগ্রেস-১, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৪১, বিজেপি-২২, বামফ্রন্ট-১৩, কংগ্রেস-৯। হুগলি : মোট আসন-৫০, তৃণমূল কংগ্রেস-৪৪, বিজেপি-২, বামফ্রন্ট-৪, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৪৯, বিজেপি-১৭, বামফ্রন্ট-১৬, কংগ্রেস-২। পূর্ব মেদিনীপুর : মোট আসন-৬০, তৃণমূল কংগ্রেস-৪১, বিজেপি-৭, বামফ্রন্ট-১২, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৯, বিজেপি-২২, বামফ্রন্ট-১৭, কংগ্রেস-৩। পশ্চিম মেদিনীপুর : মোট আসন-৫১, তৃণমূল কংগ্রেস-৩৫, বিজেপি-১৬, বামফ্রন্ট-০, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৮, বিজেপি-৩০, বামফ্রন্ট-৬, কংগ্রেস-৭। ঝাড়গ্রাম : মোট আসন-১৬, তৃণমূল কংগ্রেস-১০, বিজেপি-৫, বামফ্রন্ট-১, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৫, বিজেপি-২৮, বামফ্রন্ট-১১, কংগ্রেস-৬। পুরুলিয়া : মোট আসন-৩৮, তৃণমূল কংগ্রেস-২০, বিজেপি-৫, বামফ্রন্ট-৬, কংগ্রেস-৭, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩২, বিজেপি-২১, বামফ্রন্ট-১৫, কংগ্রেস-১৬। বাঁকুড়া : মোট আসন-৪৬, তৃণমূল কংগ্রেস-২১, বিজেপি-১৭, বামফ্রন্ট-৮, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৬, বিজেপি-৩৩, বামফ্রন্ট-১৭, কংগ্রেস-৪। পশ্চিম বর্ধমান : মোট আসন-১৭, তৃণমূল কংগ্রেস-১৩, বিজেপি-৩, বামফ্রন্ট-০, কংগ্রেস-০, অন্যান্য-১। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-২৮, বিজেপি-১৭, বামফ্রন্ট-৭, কংগ্রেস-৭। পূর্ব বর্ধমান : মোট আসন-৫৮, তৃণমূল কংগ্রেস-৩৭, বিজেপি-১২, বামফ্রন্ট-৯, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৩৮, বিজেপি-২৬, বামফ্রন্ট-১৬, কংগ্রেস-৪। বীরভূম : মোট আসন-৪২, তৃণমূল কংগ্রেস-৩৫, বিজেপি-৬, বামফ্রন্ট-১, কংগ্রেস-০, অন্যান্য-০। শতাংশের বিচারে ভোটপ্রাপ্তি তৃণমূল-৪২, বিজেপি-২৪, বামফ্রন্ট-১০, কংগ্রেস-৫। ২০টির মধ্যে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে ১৭টি জেলা পরিষদে। তিনটি জেলা ত্রিশঙ্কু হতে পারে। সেই ত্রিশঙ্কু জেলাগুলি হল মুর্শিদাবাদ, বাঁকুড়া ও উত্তর দিনাজপুর। তিনটি জেলাতেই তৃণমূল কংগ্রেস বেশি আসন পেলেও, সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। আর সবথেকে উল্লেখযোগ্য যে, মালদহের মতো কংগ্রেসি গড়ে জাতীয় কংগ্রেস একটি আসনও নাও পেতে পারে। তবে মুর্শিদাবাদে প্রবলভাবে প্রতিদ্বন্দ্বিতায় ফিরতে পারে কংগ্রেস। বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনায় প্রবল প্রতিপক্ষ হিসেবে উঠে আসতে পারে বিজেপি। তথ্যসূত্র: bengali.oneindia. আরএস/0৯:00/ ২৬ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vKwCXL
April 26, 2018 at 03:31PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন