কিশোরীপাচার চক্রের কিনারায় হলদিবাড়ি থানার পুলিশ

হলদিবাড়ি, ২৬ এপ্রিলঃ হলদিবাড়ি থেকে বিহারে কিশোরী পাচার চক্রে বড়সড় সাফল্য পেল হলদিবাড়ি থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত আরও দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে ঘটনার মূল পান্ডা এখনও অধরা।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে শিলিগুড়ির বাবুপাড়া এলাকা থেকে এই ঘটনায় জড়িত দুই মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সনু রায় ও রুবি বানু।  বৃহস্পতিবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয় তাদের। পুলিশের আবেদনের ভিত্তিতে মহকুমা আদালতের বিচারক অভিযুক্ত দুই মহিলাকে ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুই অভিযুক্ত ছোটন দাস ও সুশীল মন্ডলকে গত ১৮ এপ্রিল গ্রেফতার করা হয়। এদের দুজনের বাড়ি জলপাইগুড়ি জেলার আদর পাড়া ও তিস্তা উদ্যান সংলগ্ন এলাকায়। এরাও বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় যুক্ত এই দুই মহিলার কথা জানতে পারে পুলিশ। তারপরেই হলদিবাড়ি পুলিশের একটি দল শিলিগুড়িতে অভিযান চালায়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাড়ি থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় হলদিবাড়ি পুর এলাকার ১৬ বছরের এক কিশোরী। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় হলদিবাড়ি থানায়। এরপরই তদন্তে নামে পুলিশ। পুলিশ জানতে পারে বিহারের একটি নিষিদ্ধ পল্লিতে রয়েছে কিশোরী। বিহার পুলিশের সহযোগিতায় নিষিদ্ধ পল্লি থেকে উদ্ধার করা হয় কিশোরীটিকে। বর্তমানে কাউন্সিলিংয়ের জন্য তাঁকে কোচবিহারের একটি হোমে রাখা হয়েছে।

সংবাদদাতাঃ অমিত কুমার রায়

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vQEFlY

April 26, 2018 at 10:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top