সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্ত গ্রেফতার

রায়গঞ্জ, ২৬ এপ্রিলঃ রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্ত গ্রামোন্নয়ন দপ্তরের কর্মী শুভাশিস ভট্টাচার্য্য সহ জড়িতদের গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। জেলা গ্রাম উন্নয়ন আধিকারিক রাজেন্দ্র সুন্দাস জানান, আমার অফিসের খাম ও সিল ব্যবহার করেছে শুভাশিস ভট্টাচার্য। সে ব্যাপারে তাঁকে সতর্ক করা হয়েছে পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মী শুভাশিস ভট্টাচার্য সরকারি খাম ও সিল ব্যবহারের পাশাপাশি গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকের সই জাল করতেন। এ ব্যাপারে পৃথকভাবে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের কর্তারা। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, ‘অভিযুক্তদের এদিন রাত আটটার নাগাদ গ্রেফতার করা হয়েছে।’ অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

এক মাস আগে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে শামিল হয়েছিলেন এই সরকারি কর্মী এই খবর উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হয়। এরপর থেকেই ওই সাংবাদিকের ওপর হামলার ছক কষা হয়েছিল বলে জানা গিয়েছে। বুধবার সকালে সুযোগ বুঝে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় ওই সাংবাদিকের বাড়ির সামনে পথ আটকে মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধোর করা হয়। এরপরেই  রায়গঞ্জ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার শুরু হয় তাঁর। তিনদিনের মধ্যে ওই সাংবাদিকের শারীরিক অবস্থার উন্নতি না হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করার পরামর্শ নিয়েছে কর্তব্যরত চিকিৎসকেরা।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r2EkHS

April 26, 2018 at 11:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top