মুম্বাই, ১৯ এপ্রিল- কিছুদিন আগেই এক থা টাইগার ছবিতে আইএসআই এজেন্ট জোয়ার চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। ছবিতে তিনি এক বিজ্ঞানীর কেয়ারটেকার সেজে আত্মগোপন করেছিল। আবার এজেন্ট বিনোদ ছবিতে আইএসআই এজেন্ট ইরাম পারভিন বিলালের ভূমিকায় দেখা যায় কারিনা কাপুরকে। নাম শাবানাতেও গুপ্তচর শাবানার চরিত্রে ছিলেন তাপসী পান্নু। ছবিতে তার প্রেমিকের খুনিদের ধরতে সাহায্য করার বিনিময়ে তাকে গুপ্তচর সংস্থায় যোগদান করার প্রস্তাব দেয়া হয়েছিল। এবার আলিয়া ভাট অভিনয় করলেন রাজি ছবিতে এক গুপ্তচরের ভূমিকায়। ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে কাশ্মীরি মেয়ে সেহমতের (আলিয়া ভাট) সঙ্গে একজন পাকিস্তানির বিয়ে হয়। এই বিয়ের উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে গোপনে তথ্য জোগাড় করে ভারতে পাঠানো। সব জেনেশুনেও একটি সাধারণ মেয়েকে তার পরিবার এগিয়ে দেয় গুপ্তচর বৃত্তিতে। আরও পড়ুন :শহিদ কাপুর ফের বাবা হতে চলেছেন সম্প্রতি রাধিকা আপ্তে অভিনয় করতে চলেছেন এক গুপ্তচরের চরিত্রে। টিপু সুলতানের বংশধর নূর ইনায়েত খানের ভূমিকায় রাধিকা অভিনয় করবেন। এই ছবির হাত ধরেই হলিউডে অভিষেক হচ্ছে এ নায়িকার। ১৯১৪ সালে মস্কোয় জন্ম নূরের, ইংল্যান্ড ও ফ্রান্সে পড়াশোনা তার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোগ দিয়েছিলেন উইনস্টন চার্চিলের গুপ্তচর সংস্থায়। এক পরিচিতের বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে যান তিনি। সেই টানটান গল্পই এবার পর্দায়। সব মিলিয়ে বলিউড নায়িকাদের মাঝে যেন গুপ্তচর চরিত্রটি জনপ্রিয় হয়ে উঠছে। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K1MmZE
April 20, 2018 at 04:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top