এনবিইউ ক্যাম্পাসে হবে এনসিসি অ্যাকাডেমি

শিলিগুড়ি, ২ এপ্রিলঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হচ্ছে উত্তর-পূর্ব ভারতের প্রথম এনসিসি অ্যাকাডেমি। রাজ্য সরকারের সবুজ সংকেত পেয়ে ভারতীয় স্থল, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের নিয়ে তৈরি এনসিসি কর্তৃপক্ষের একটি বিশেষ দল ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জমি দেখে গিয়েছে। অ্যাকাডেমির জন্য জমি দিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। সব ঠিক থাকলে দ্রুত ১০ একর জমির উপর অ্যাকাডেমি তৈরির কাজ শুরু করবে এনসিসি। থাকবে প্রশিক্ষণকেন্দ্র, বিশ্বমানের ক্যাডেট আবাস, অতিথিশালা, খেলার মাঠ সহ আন্তর্জাতিক মানের পরিকাঠামো। অ্যাকাডেমি তৈরি হলে পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের কয়েক হাজার স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। তাছাড়া এনসিসি কর্তৃপক্ষের তৈরি ওই পরিকাঠামো ব্যবহারের সুযোগ পাবে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলিও। তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ।

এনসিসি সূত্রে জানা গিয়েছে, অ্যাকাডেমিতে একসঙ্গে ৬০০ ক্যাডেটের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ চলাকালীন তাদের থাকার জন্য তৈরি করা হবে আবাসন। প্রশিক্ষণ দিতে স্থাল, নৌ ও বায়ুসেনার পদস্থ কর্তারা আসা-যাওয়া করবে। তাছাড়া বিদেশি প্রতিনিধি বা প্রশিক্ষকরাও অ্যাকাডেমিতে আসবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দিলীপ সরকার জানিয়েছেন, অ্যাকাডেমি তৈরির জন্য জমি এনসিসি-র নামে দেওয়া হবে না। জমি বিশ্ববিদ্যালয়ের নামেই থাকবে। এনসিসি কর্তৃপক্ষ সেই জমি ব্যবহার করবে। এনসিসি বছরের নির্দিষ্ট সময়ে অ্যাকাডেমি ব্যবহার করবে। বাকি সময় যাবতীয় পরিকাঠামো ব্যবহারের সুযোগ পাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদদাতাঃ শুভঙ্কর চক্রবর্তী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GLgbP3

April 02, 2018 at 05:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top