ফর্সা রং চাই, তাই পাঁচ বছরের শিশুর গায়ে পাথর ঘষলেন মা!

ভোপাল, ২ এপ্রিলঃ  কালো চামড়ার প্রতি ভারতীয়র বরাবরই অনিহা, ফর্সা রংয়ের প্রতিই আমাদের অনুরাগ তা ভোপালের এই কাণ্ডে আবার স্পষ্ট। ছেলে ফর্সা নয় কালো। এই নিয়ে আক্ষেপ ছিল মায়ের। অনেক কিছু ব্যবহার করেও কালো রং কিছুতেই দূর করতে পারছিলেন না তিনি।  শেষে মা তাঁর পাঁচ বছরের ছেলেকে ফর্সা করতে পাথর দিয়ে গা ঘষলেন।

বাচ্চাটিকে উত্তরাখণ্ডের এক অনাথ আশ্রম থেকে দত্তক নেন পেশায় স্কুল শিক্ষিকা ওই মহিলা। তবে শিশুটিকে কোলে পাওয়ার পর থেকে তার গায়ের রং নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন তিনি। গত কয়েক মাসে দত্তক-পুত্রকে ফর্সা করতে নানা পন্থা অবলম্বন করেছেন ওই মহিলা। কিন্তু তাতে কাজ না হলে কালো পাথর দিয়ে শিশুটিকে ঘষাঘষি করেন। কিন্তু এর ফলে শিশুটির গায়ের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখা দেয়।ওই মহিলার বিরুদ্ধে দত্তক আইন লঙ্ঘন করার অভিযোগ দায়ের করেন মহিলারই এক আত্মীয়। এরপর রবিবার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। আহত শিশুটিকে হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে শিশুকল্যাণ দপ্তরের হোমে রাখা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Iji2rB

April 02, 2018 at 05:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top